বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৭ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


বলিউড তারকাদের শুভেচ্ছায় ভাসছেন ‘রণলিয়া’


প্রকাশিত:
৯ নভেম্বর ২০২২ ০৪:৪৬

আপডেট:
৩০ এপ্রিল ২০২৫ ১১:৫৪

ছবি সংগৃহিত

বলিউডের তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন রবিবার (৬ নভেম্বর)। এরপর থেকে খুশির জোয়ারে ভাসছে দুই পরিবার। বলিউড তারকাদের শুভেচ্ছায় ভাসছেন ‘রণলিয়া’।

এবার জানা গেল, সদ্য ভূমিষ্ঠ মেয়েকে প্রথমবার কোলে নিয়ে অশ্রুসজল ছিলেন বাবা রণবীর। নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারেননি এই তারকা।

মুম্বাইয়ের একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কন্যাকে প্রথম কোলে নিয়ে অশ্রুসজল হয়ে পড়েন রণবীর। আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। চোখের জল ধরে রাখতে না পেরে, কন্যাকে কোলে নিয়ে নাকি কেঁদে ফেলেন তিনি। তাকে কাঁদতে দেখে চোখে জল আসে নতুন মা আলিয়ারও। পরিবারের বাকি সদস্যরাও তখন আবেগে ভাসেন।

জানা গেছে, পরিবারের নতুন সদস্য আসায় ভাট এবং কাপুর পরিবারে বইছে খুশির বন্যা। নাতনি হওয়ার খবর শুনে দাদা মহেশ ভাটের মন্তব্য ছিলো, ‘নতুন সূর্যোদয়’। করণ জোহর এক খোলা চিঠিতে আলিয়াকে ভালোবাসা জানিয়ে নিজেকে, ‘গর্বিত দাদু’ বলেছেন।

উল্লেখ্য, গত ২৭ জুন মা হতে যাওয়ার ঘোষণা দেন আলিয়া ভাট। আলট্রাসনোগ্রাফি করার সময়ে তোলা ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে এই ঘোষণা দেন তিনি। তারপর থেকে রণবীর-আলিয়ার প্রথম সন্তানের অপেক্ষায় ছিলেন দুই পরিবারের সদস্যসহ তাদের ভক্ত-শুভকাঙক্ষীরা।

২০১৮ সালে প্রেমের সম্পর্কে জড়ান ‘রণলিয়া’। তারপর দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করেন। তাদের প্রেম-বিয়ে নিয়ে কম জলঘোলা হয়নি। সব জল্পনার অবসান ঘটিয়ে গত ১৪ এপ্রিল বিয়ের পিঁড়িতে বসেন দুজন। এবার বাবা-মা হয়ে নিজেদের সম্পর্কটাকে যেন আরেকধাপ এগিয়ে নিলেন দুই তারকা।


সম্পর্কিত বিষয়:

রণলিয়া

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top