বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৭ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


অভিনেতা ও সাংবাদিক হীরেন দে মারা গেছেন


প্রকাশিত:
২১ নভেম্বর ২০২২ ০৬:৫০

আপডেট:
৩০ এপ্রিল ২০২৫ ১৪:৫৬

 ফাইল ছবি

নাট্যকর্মী, কাহিনীকার, সংলাপ রচয়িতা, অধুনালুপ্ত সাপ্তাহিক চিত্রালীর ভারপ্রাপ্ত সম্পাদক হীরেন দে আর নেই। গতকাল শনিবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটে পরলোকগমন করেছেন তিনি।

এরপরই তাকে জন্মস্থান গাইবান্ধায় নিয়ে যাওয়া হয়। সেখানেই দাহ করা হবে বলে পরিবার সূত্রে জানা যায়।

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সিনিয়র সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক ছিলেন হীরেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে সংগঠনটি।

সংগঠনের সভাপতি রাজু আলীম ও সাধারণ সম্পাদক রিমন মাহফুজ এক বিবৃতিতে হীরেনের মৃত্যুতে গভীর শোক এবং স্বজনদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। পাশাপাশি হীরেন দে বাচসাস সদস্যদের মাঝে তার কর্মগুণে স্মরণীয় হবেন বলেও উল্লেখ করেন।

চিত্রালীয় বন্ধ হয়ে যাওয়ার পর থেকেই নিজেকে গুটিয়ে নেন হীরেন দে। এরপর কিডনিজটিলতার কারণে তাকে প্রায়ই হাসপাতালে যেতে হয়েছে। শেষ পর্যন্ত পৃথিবী থেকে চির বিদায় নিলেন তিনি।


সম্পর্কিত বিষয়:

হীরেন দে

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top