৯৯ শতাংশ তারকাই মাদকাসক্ত: কঙ্গনা
প্রকাশিত:
৩ সেপ্টেম্বর ২০২০ ০৩:৩৭
আপডেট:
২৫ এপ্রিল ২০২৫ ০০:০৯

সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর থেকেই একের পর কড়া মন্তব্য করে যাচ্ছেন অভিনেত্রী কঙ্গনা রানাউয়াত। সুশান্তের ড্রাগস নেওয়ার তথ্য সামনে আসতে তা বিভিন্ন প্রশ্ন উস্কে দিয়েছে মানুষের মনে। ঠিক তখনই এক সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, বলিউডে এটা নতুন কোনো বিষয় নয়। অনেক তারকাই নাকি ড্রাগস নিয়ে থাকেন।
তিনি বলেন, বি-টাউনের ৯৯ শতাংশ তারকাই নাকি মাদকে অভ্যস্ত। টুইটারে প্রধানমন্ত্রীর অফিসকে ট্যাগ করে তিনি রণবীর সিং, অয়ন মুখার্জি, রণবীর কাপুর, ভিকি কৌশলের রক্তের নমুনা নেয়ার অনুরোধ করেন ড্রাগ পরীক্ষার জন্য। তার মতে এই ‘ইয়ং ব্রিগেড’-এর ড্রাগস নেয়ার কানাঘুষো অনেক আগে থেকেই শোনা গিয়েছে বলিপাড়ার অলিগলিতে।
‘মণিকর্ণিকা’র মতে অনেক তারকা বয়সের সঙ্গে সঙ্গে এসব অভ্যাস ছেড়ে দিলেও এই নেশার জালে এখনো স্বেচ্ছাবন্দি বলিউডের মায়াবী জগৎ। সুশান্তের মৃত্যুর তদন্তের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো যোগ দেয়ার পরেই কার্যত এ নিয়ে বিস্ফোরক অভিনেত্রী। বলিউড পার্টিতেও অবাধে মাদক সেবনে মাতেন তারকারা এমন মন্তব্য করতেও পিছুপা হননি ‘কন্ট্রোভার্সি কুইন’-এর শিরোপা মাথায় তুলে নেয়া কঙ্গনা রানাউয়াত।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: