শনিবার, ৩রা মে ২০২৫, ১৯শে বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


মধ্যরাতে রাজের সঙ্গে সুনেরাহ’র গোপন ভিডিও ফাঁস


প্রকাশিত:
৩০ মে ২০২৩ ১৮:৩৩

আপডেট:
৩ মে ২০২৫ ০১:০১

 ফাইল ছবি

সোমবার দিবাগত রাতে হঠাৎ করেই চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

শরিফুল রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকেই ছবি ও ভিডিওগুলো পোস্ট করা হয়। যদিও ভিডিও প্রকাশের কিছুক্ষণ পরেই সেগুলো সরিয়ে ফেলা হয়। কিন্তু ততক্ষণে বিভিন্নভাবে সেই ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে।

ভিডিওতে শুধু শরিফুল রাজ ও সুনেরাহ’ই নয়, আরো দেখা গেছে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশাকেও।

রাজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে অল্প সময়ের ব্যবধানে পোস্ট করা একাধিক ছবি ও ভিডিও। যার ক্যাপশনে লেখা হয়, ‘আই লাভ ইউ ক্রেজি গার্ল, আহা সেই দিনগুলো!’

একটি ভিডিওতে দেখা যায়, ব্রিজের ওপর মধ্যরাতে বসে আছেন তারা। এসময় অশ্লীল ভাষায় পরস্পরের সঙ্গে রসিকতা করছেন। অন্য এক ভিডিওতে রাজ-সুনেরাহকে দেখা গেছে বারে। আরেক ভিডিওতে মধ্যরাতে ফাঁকা রাস্তায় মাতলামি করতে দেখা গেছে দু’জনকে। তাদের কথায় স্পষ্ট বোঝা যাচ্ছিল, দু’জনের কেউই স্বাভাবিক অবস্থায় ছিলেন না।

আরেকটি ভিডিওতে ধরা পড়েছেন তানজিন তিশা। লিফটের ভেতরে রাজের ক্যামেরায় মদ্যপ অবস্থায় নাচতে দেখা গেছে তিশাকে।

এদিকে এই ছবি ও ভিডিও প্রসঙ্গে এখন পর্যন্ত মুখ খুলেননি রাজ। কিভাবে তার আইডি থেকে এসব পোস্ট করা হয়েছে সে বিষয়েও কিছু জানা যায়নি।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top