বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


শাহরুখের পর এবার ‘ন্যাড়া’ মাথায় সালমান খান


প্রকাশিত:
২১ আগস্ট ২০২৩ ২২:২৫

আপডেট:
১ মে ২০২৫ ০৭:১০

 ফাইল ছবি

‘পাঠান’র পর চলতি বছরে আবারও সেপ্টেম্বরে বড় পর্দা কাঁপাতে আসছেন বলিউড বাদশা শাহরুখ খান। ‘জওয়ান’ ছবির প্রিভিউ টিজারে কিং খানের ‘ন্যাড়া’ লুক ঝড় তুলেছিল নেটমাধ্যমে। যা দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন বলিউড ভাইজান সালমান খান। এবার নিজেই ‘ন্যাড়া’ লুকে ধরা দিয়ে চমকে দিলেন সবাইকে।

রোববার (২০ আগস্ট) সন্ধ্যায় মুম্বাইয়ে আমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলেন বলিউডের সুলতান। বুলেটপ্রুফ গাড়ি থেকে নামতেই চমক। শাহরুখের মতো ক্লিনশেভড না হলেও মাথায় চুলগুলো একদম গোড়া পর্যন্ত ছেঁটে ফেলেছেন সালমান। তার ছবি-ভিডিও সোশ্যাল মিডিয়ায় দাবানলের গতিতে ছড়িয়ে পড়েছে। আর তাতেই নেটপাড়ায় শাহরুখ বনাম সালমান তুলনা শুরু হয়ে গেছে।

সালমানের ‘ব্যাল্ড লুক’-এর প্রশংসা করে আগুনের ইমোজি দেওয়া হয়েছে আবার শাহরুখ খানের বুড়িয়ে যাওয়ার এডিটেড ছবি তার পাশে দিয়ে ক্যাপশনে কান্নার ইমোজি দেওয়া হয়েছে। ওদিকে আবার একজন লেখেন, “সালমানের ‘ন্যাড়া’ লুক ভালো কিন্তু শাহরুখের ব্যাপারই আলাদা।”

এতে অবশ্য একটা ব্যাপারে ভালোই হয়েছে। আগামীতে যশরাজ ফিল্মসের গোয়েন্দা মহাবিশ্বে মুখোমুখি হবেন ‘টাইগার’ সালমান ভার্সেস ‘পাঠান’ শাহরুখ। তার আগে ‘ন্যাড়া’ লুকে দুজনের তুলনা দুই সুপারস্টারের ভক্তদের উন্মাদনা কিছুটা বাড়ালে মন্দ কী!

তবে হঠাৎ কেন এই লুকে সালমান? সবশেষ ২০১৬ সালে ‘সুলতান’ ছবিতে এমন ছোট চুলে দেখা গিয়েছিল তাকে। শোনা যাচ্ছে, করণ জোহরের প্রযোজনায় এবং ‘শেরশাহ’ খ্যাত পরিচালক বিষ্ণু বর্ধনের পরিচালনায় নতুন একটি সিনেমায় অভিনয় করবেন সালমান। মনে করা হচ্ছে, তার জন্যই এভাবে চুল ছেঁটে ফেলেছেন তিনি।

আগামীতে সালমান খানকে দেখা যাবে ‘টাইগার ৩’ ছবিতে। এতে ‘পাঠান’ চরিত্রে ক্যামিও করবেন শাহরুখ খান। খলনায়ক চরিত্রে থাকবেন ইমরান হাশমি। ‘টাইগার’ সালমানের স্ত্রী জোয়া চরিত্রে যথারীতি থাকবেন ক্যাটরিনা কাইফ। আপাতত সালমান-ভক্তরা মুখিয়ে আছে ‘টাইগার’ রূপে প্রিয় নায়ককে বড় পর্দায় দেখতে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top