অন্যকে নগ্ন করে রোজগার করেন শিল্পার স্বামী: উরফি
প্রকাশিত:
৭ অক্টোবর ২০২৩ ১৯:৫০
আপডেট:
৮ অক্টোবর ২০২৩ ১০:৫২

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রার নামের সঙ্গে পর্ন শব্দটি আঁটসাঁটভাবে বসে গেছে। যে কেউ সুযোগ পেলেই বিষয়টি তুলে খোঁচা দেন তাকে। এবার একই কাজ করলেন বলিউডের বিতর্কিত অভিনেত্রী উরফি জাভেদ। রাজকে পর্নস্টার বলে কটাক্ষ করে বললেন, অন্যকে নগ্ন করে আয় করেন তিনি।
সম্প্রতি সোশাল মিডিয়ায় রাজ কুন্দ্রার একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে রাজ কুন্দ্রা বলেছেন, গত কয়েক বছর ধরে পাপারাৎজিদের একটাই কাজ। আমি কী পরেছি, আর উরফি কী পরেননি সেটা দেখার!
এদিকে রাজ কুন্দ্রার এই ভিডিও নজরে পড়েছে উরফির। দেরি করেননি তিনি। পাল্টা জবাব দিয়েছেন। সোশাল মিডিয়ায় লিখেছেন, অন্যদের নগ্ন করে টাকা রোজগার করা, পর্ন কিং এখন আমার পোশাক নিয়ে মন্তব্য় করবে!
২০২১ সালে পর্নকাণ্ডে জড়িয়ে ২ মাসের ওপর জেল খাটতে হয়েছিল রাজ কুন্দ্রাকে। হটশট নামক অ্যাপের জন্য নীল ছবি তৈরি করার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। জেলে থাকতে হয় তাকে। এরপর থেকেই তার নামের সঙ্গে জড়িয়ে আছে পর্ন শব্দটি। এবার উরফিও নিলেন সেই সুযোগ।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: