শুক্রবার, ২৫শে এপ্রিল ২০২৫, ১২ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


আসছে ‘চক্র ২’, ফারিণকে দেখা যাবে কি না জানালেন নির্মাতা


প্রকাশিত:
২ নভেম্বর ২০২৪ ১৮:২৮

আপডেট:
২ নভেম্বর ২০২৪ ১৯:০০

ফাইল ছবি

আজ থেকে আরও ১৭ বছর আগের ঘটনা; ময়মনসিংহে ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করে এক পরিবারের ৯ সদস্য! দেশজুড়ে আলোড়ন তৈরি করা সে ঘটনার রহস্য আজও অজানা। সে ঘটনা অবলম্বনে নির্মাতা ভিকি জাহেদ আনেন টিভি ধারাবাহিক ‘চক্র’। এরপর গত গেল অক্টোবরে ধারাবাহিকটি ওটিটিতে আসে। নতুন খবর, এবার সেই সিরিজের দ্বিতীয় সিজন আসছে।

জানা গেছে, ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে ‘চক্র’-এর দ্বিতীয় সিজন। গত বৃহস্পতিবার রাতে এক অনুষ্ঠানের আয়োজন করে ‘চক্র’ টিম। সেখানে সিরিজটির দ্বিতীয় মৌসুম নির্মাণের ঘোষণা দেন সংশ্লিষ্টরা।

এ সময় উপস্থিত ছিলেন পরিচালক ভিকি জাহেদ, অভিনেতা তৌসিফ মাহবুব, তাসনিয়া ফারিণ, এ কে আজাদ সেতু, শাহেদ আলীসহ সিরিজটির কলাকুশলীরা।

চক্রের দ্বিতীয় সিজন নিয়ে নির্মাতা ভিকি জাহেদ বলেন, ‘চক্র নিয়ে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে। কিন্তু রিলিজের পর ভালো ফিডব্যাক পেয়েছি। অনেকেই নতুন সিজন কবে আসবে জানতে চান। আমরা ইতোমধ্যে দ্বিতীয় সিজন নির্মাণের পরিকল্পনা শুরু করেছি।’

নির্মাতা আরও জানান, প্রথম সিজন ২০ পর্বের হলেও দ্বিতীয় সিজন তৈরি হবে সাত পর্বে। শিগগিরই শুরু হবে শ্যুটিং। ২০২৫ সালের মার্চ-এপ্রিলের দিকে সিরিজটি প্রচার শুরুর পরিকল্পনা করা হচ্ছে বলে জানান তিনি।

চক্রের প্রথম সিজনে ফারিণকে ছুরিকাঘাত করে তৌসিফ। তাই অনেকের প্রশ্ন, দ্বিতীয় সিজনে কি দেখা যাবে ফারিণকে? নির্মাতা ভিকি জাহেদকে তাই ফারিণের প্রশ্ন, ‘আমি কি দ্বিতীয় সিজনে আছি? আমার ভক্তরা এটা জানতে চায়।’ জবাবে ভিকি বলেন, ‘এটা খুব কঠিন প্রশ্ন। নতুন সিজন প্রচারে এলেই সবাই জানতে পারবে।’


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top