শুক্রবার, ২৫শে এপ্রিল ২০২৫, ১২ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


‘আমি আবার বেশি ছবি আপলোড করতে পারি না’


প্রকাশিত:
৩০ নভেম্বর ২০২৪ ১৩:২১

আপডেট:
২৫ এপ্রিল ২০২৫ ১৫:৪২

ফাইল ছবি

ঢালিউডে নায়িকা হিসেবে হাতে গোনা কয়েকজন প্রতিষ্ঠিত হতে পেরেছেন। তাদের একজন মাহিয়া মাহি। দর্শকের কাছে নিজের আলাদা গ্রহণযোগ্যতা তৈরি করতে সক্ষম হয়েছেন তিনি। তার অভিনীত নারীকেন্দ্রিক একাধিক সিনেমার সাফল্যই সেটার প্রমাণ।

এখন কাজের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনা-সমালোচনায় থাকেন তিনি। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব রয়েছেন।সম্প্রতি মাহিয়া মাহি তার ফেসবুক আইডি ও পেজে একসঙ্গে ১৫টি ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছে।

শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, খোলা চুল খোশ মেজাজে কোন এক রেস্টুরেন্টে কফি ও কেট খেতে গেছেন। এ সময় তার পরনে রয়েছে ধূসর রঙের টি-শার্ট। মাহির হাসি ও চোখের চাহনি যেন ভক্তদের মনে দাগ কেটেছে।

ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘আমি আবার বেশি ছবি আপলোড করতে পারি না।’ কমেন্ট বক্সে মনি আক্তার লিখেছেন, ‘ইশ্ ক্যাপশনটা তে কেমন যেন মিথ্যার ছোঁয়া আছে, তবে অসাধারণ লাগছে।’

হালিম সরকার নামে এক নেটিজেন বলেন, ‘অগ্নি কন্যা হিসেবে আবার দেখতে চাই।’ আমান উল্লাহর ভাষ্য, ‘আপু আপনার নামের পাশে সরকার এটা চেঞ্জ করতেছেন না কেন।’

প্রসঙ্গত, ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহিয়া মাহি। তার সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারকে বিয়ে করেন। তাদের সংসারে একটি পুত্রসন্তানও রয়েছে। কিন্তু দাম্পত্য জীবনের আড়াই বছর মাথায় আলাদা হয়ে যান এই দম্পতি।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top