শুক্রবার, ২৫শে এপ্রিল ২০২৫, ১২ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


ম্যাসাজ করার পরে মৃত্যুর মুখে ঢলে পড়লেন গায়িকা


প্রকাশিত:
১০ ডিসেম্বর ২০২৪ ১৮:২৫

আপডেট:
২৫ এপ্রিল ২০২৫ ১৫:৪৭

ফাইল ছবি

ঘাড়ের যন্ত্রণা দূর করতে নেক টুইস্টিং ম্যাসাজ করিয়েছিলেন জনপ্রিয় পপ গায়িকা পিং চায়াদা। বারবার ম্যাসাজ করাতেই ঘটল চরম পরিণতি। ম্যাসাজের পরেই শারীরিক অবস্থার অবনতি হয় তার। একমাস তীব্র যন্ত্রণা সহ্য করার পর শেষমেশ মৃত্যুর কোলে ঢলে পড়লেন গায়িকা।

চলতি বছরের অক্টোবর মাসে পরপর তিনবার নামী ম্যাসাজ পার্লারে গিয়ে ঘাড়ের যন্ত্রণা দূর করতে ম্যাসাজ করিয়েছিলেন। এরপর ক্রমেই তার শরীরের বিভিন্ন দিক প্যারালাইজড হয়ে যায়।

শারীরিক অবস্থার অবনতি হতেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন গায়িকা। জানিয়েছিলেন, প্রথমবার মাসাজের দু'দিন পর থেকেই ঘাড়ে আরও যন্ত্রণা বাড়ে। ধীরে ধীরে হাত, পা অবশ হয়ে যায়।

এরপর ওষুধ খেয়ে যন্ত্রণা কমানোর পাশাপাশি আরও দু’বার মাসাজ করান। তৃতীয়বারের পরেই প্যারালাইজড হয়ে শরীরের একপাশ। কয়েক সপ্তাহের অসুস্থতার পরে মৃত্যু হয় ওই গায়িকার। এই ধরনের ম্যাসাজের সম্ভাব্য মারাত্মক ঝুঁকি সম্পর্কে সতর্ক করা হয়েছে।

পিং হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ক্রমেই তার শারীরিক অবস্থার অবনতি হয়। অবশেষে আইসিইউতে রাখা হয় তাকে। নভেম্বরের শুরুতে কোমায় চলে যান। চিকিৎসা চলাকালে হাসপাতালে মৃত্যু হয়েছে তার।

পপ গায়িকার মৃত্যুর পরেই শোরগোল পড়ে গেছে ব্যাংককে। জানা গেছে, ওই ম্যাসাজ পার্লারের সকলের লাইসেন্স রয়েছে। এদিকে এই ঘটনার তদন্ত জারি রেখেছে পুলিশ।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top