শুক্রবার, ২৫শে এপ্রিল ২০২৫, ১২ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


হাতে শ্যাম্পেনের বোতল, রণবীর-আলিয়ার আদুরে সেলিব্রেশন ভাইরাল!


প্রকাশিত:
১ জানুয়ারী ২০২৫ ১২:২৮

আপডেট:
১ জানুয়ারী ২০২৫ ১৭:০৮

ফাইল ছবি

নতুন বছরের শুরুতেই ভালোবাসার জোয়ার দেখালেন বলিউডের তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট। স্ত্রী আলিয়াকে কাছে টেনে ২০২৫ কে স্বাগত জানালেন রণবীর। পরিবারের সঙ্গেই সেলিব্রেশনে মেতেছিলেন তারা।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও স্টোরি শেয়ার করেন রণবীর কাপুরের মা নীতু কাপুর। সে ভিডিও দেখে বোঝা যায়, নতুন বছরকে স্বাগত জানাতে কোনো এক বিলাসবহুল রিসোর্টে গিয়েছিলেন রণবীর-আলিয়া। সঙ্গে ছিলেন নীতু কাপুর, সোনি রাজদান, স্বামী ও কন্যা-সহ রিধিমা কাপুর আর ছিল রণবীর-আলিয়া কন্যা রাহা।

তবে ভিডিওতে রাহাকে দেখা যায়নি। মাঝরাতের সেলিব্রেশন হয় খোলা আকাশের নিচে। তাই সম্ভবত ছোট্ট রাহা সেখানে ছিল না। তবে রণবীর ছিলেন মেজাজে। হাতে শ্যাম্পেনের বোতল নিয়েই নতুন বছরকে স্বাগত জানান তারকা। আতশবাজির ঝলকানিতে আকাশে ছড়াতেই আলিয়ার কাছে ছুটে চলে আসেন রণবীর; তাকে জড়িয়ে ধরে আদরে ভরিয়ে দেন।

এরপর ইনস্টাগ্রাম পোস্টে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন নীতু কাপুর। সেখানে তাদের পুরো পরিবারকেই একসঙ্গে দেখা গেছে। সেখানে রণবীর কাপুরকে কালো শার্ট আর ট্রাউজারে দেখা গেছে। রাহাকে কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন রণবীর। ছোট রাহা পরেছিল লাল-সাদা সুন্দর একটা ফ্রক, মাথার চুল তার লাল ফিতে দিয়ে বাঁধা। এদিকে আলিয়ার পরনে ছিল কালো শর্ট ড্রেস। মেয়ের ঠিক পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেল সোনি রাজদানকে।

একসময় রণবীরের নারীসঙ্গ নিয়ে প্রচুর চর্চা হত বি-টাউনে। দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফের সঙ্গে সম্পর্কে ছিলেন কাপুর জুনিয়র। ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার শ্যুটিংয়ে আলিয়ার সঙ্গে সম্পর্কের সূত্রপাত। ২০২২ সালের এপ্রিল মাসে ঘরোয়াভাবেই বিয়ে সারে এই তারকা যুগল। সে বছরের নভেম্বর মাসেই রাহার জন্ম। এখন রণবীর একজন ‘ফ্যামিলি ম্যান’। আলিয়া-রাহাকে চোখে হারাতে চান না তিনি।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top