শুক্রবার, ২৫শে এপ্রিল ২০২৫, ১২ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


নতুন বছরে ভালোবাসা চাইলেন সাবেক হার্দিকপত্নী


প্রকাশিত:
২ জানুয়ারী ২০২৫ ১২:৪২

আপডেট:
২ জানুয়ারী ২০২৫ ১৫:১২

 ছবি সংগ্রহীত

চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে পেরিয়েছে ২০২৪। ভেঙেছে সংসার। বছরটা ভালো যায়নি। মন ভাঙলেও ঘুরে দাঁড়াতে চেষ্টা করেছেন। কিন্তু বিচ্ছেদের পরও কাজ শুরু করেছেন। তবে ২০২৪ বিচ্ছেদের হলেও পছন্দের বছর বলেও জানিয়েছেন ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার সাবেক পত্নী সার্বিয়ান মডেল নাতাশা স্তানকোভিচ। কিন্তু নতুন বছর ২০২৫ নিয়ে আরও অনেক বেশি আশাবাদী তিনি। এই নতুন বছরটা আরও ভালো কাটবে বলে আশাবাদী এ সাবেক হার্দিকপত্নী।

সম্প্রতি ছেলে অগস্ত্যের সঙ্গে একগুচ্ছ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে নিয়েছেন নাতাশা। সেখানেই নিজের ভক্ত-অনুরাগীদের নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। ২০২৪ নাকি অনেক কিছু শিখিয়েছে মডেলকে।

নাতাশা লিখেছেন— ২০২৪, তোমাকে খুব ভালো লেগেছে আমার। তুমি আমাকে অনেক কিছু শিখিয়েছ, যার জন্য আমি কৃতজ্ঞ থাকব। তিনি বলেন, প্রার্থনা করি, ২০২৫ যেন শান্তি, আনন্দ ও ভালোবাসা নিয়ে আসে জীবনে।

উল্লেখ্য, ২০২০ সালে ক্রিকেটার হার্দিক পান্ডিয়াকে বিয়ে করেছিলেন নাতাশা স্তানকোভিচ। তাদের কোলে আসে প্রথম সন্তান অগস্ত্য। ২০২৩ সালে ফের হিন্দু ও খ্রিস্টমতে বিয়ে সেরেছিলেন তারা। কিন্তু ২০২৪ সালে সেই দাম্পত্যে চিড় ধরে। জুলাইতেই বিচ্ছেদের কথা ঘোষণা করেন তারা। এরপরেই একাধিক কটাক্ষ ধেয়ে এসেছিল নাতাশার দিকে।

কিছু দিনের জন্য ছেলেকে নিয়ে সার্বিয়ায় চলে গিয়েছিলেন এ মডেল। তার পর হাতে কাজ নিয়ে ভারতে ফিরে আসেন। একটি মিউজ়িক ভিডিওর কাজও সেরেছিলেন তিনি। তবে এর মধ্যেই একাধিক ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন নাতাশা। একটি পোস্টে তিনি লিখেছিলেন—ভালোবাসা ধৈর্যশীল। ভালোবাসা দয়ালু। তার মধ্যে কোনো হিংসা নেই, জাহির করার প্রবণতাও নেই। ভালোবাসা কাউকে পরিত্যাগ করে না। ভালোবাসা রক্ষা করে, বিশ্বাস করতে শেখায়, আশা জাগায় এবং সবসময় আগলে রাখে। ভালোবাসা কখনো হারে না।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top