শুক্রবার, ২৫শে এপ্রিল ২০২৫, ১২ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


সোনাক্ষীকে ‘ভণ্ড’ বললো নেটিজেনরা


প্রকাশিত:
২ জানুয়ারী ২০২৫ ১৬:২৮

আপডেট:
২৫ এপ্রিল ২০২৫ ০৯:২২

 ছবি সংগ্রহীত

নতুন বছরে খ্রিস্টিয় নববর্ষ উদযাপনে মেতে উঠেছে টলিউড থেকে বলিউডের তারকারা। তারকাদের মাঝে কেউ আবার বিদেশে গেছেন ছুটি কাটাতে। মধ্যরাতে আলিয়া-রণবীরের সপরিবারে বর্ষবরণ হোক কিংবা বিরাট-অনুষ্কার অস্ট্রেলিয়ার রাস্তায় ঘুরে বেড়ানো। তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

সেসবের মধ্যেই আরও একটি ভিডিও নেটিজেনদের নজর কেড়েছে। সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল তারকা দম্পতির নতুন বছর উদযাপন দেখে অনেকেই ‘আদিখ্যেতা’ ও ‘ভণ্ড’ বলেও কটাক্ষ করেছেন।

এ তারকা দম্পতি অস্ট্রেলিয়ায় খ্রিস্টিয় নববর্ষ উদযাপন করেছে। একেবারে নিজস্ব স্টাইলে নতুন বছর উদযাপন করতে দেখা যায় তাদের। আতসবাজির শব্দ, আলোর রোশনাই মিষ্টি মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন।

ভিডিও পোস্ট করে এ তারকা দম্পতি ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের নতুন বছর হয়ে গিয়েছে।’ যে ভিডিও দেখে নেটিজেনরা কটাক্ষ করেছে। কমেন্ট বক্সে একজন লিখেছে, ‘দীপাবলিতে বাজি দূষণ ছড়ায়। আর নববর্ষের ক্ষেত্রে কিছুই হয় না। এই সময় পরিবেশ অক্সিজেন পায়। একেই বলে ভণ্ডামি।’

প্রসঙ্গত, ঘরোয়া আয়োজনে পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে জাহির ইকবালকে বিয়ে করেন সোনাক্ষী। সালমান খানের পার্টিতে আলাপ দু’জনের। সেখান থেকেই প্রেম শুরু। সালমানের ঘনিষ্ঠ বন্ধু ইকবাল রতনসির পুত্র জাহির। সেই অর্থে ভাইজানের বউমা হয়েছেন সোনাক্ষী।

সালমানের হাত ধরে বলিউড জার্নি শুরু সোনাক্ষীর, তেমনই ভাইজানের প্রযোজনায় তৈরি নোটবুক ছবির সাথেই অভিনয় ক্যারিয়ার শুরু জাহিরের। হুমা কুরেশির সহ-প্রযোজনায় ‘ডাবল এক্সএল’ ছবিতে একসঙ্গে অভিনয় করেন এই জুটি। তাদের বিয়েতে হাজির ছিলেন সালমান খান।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top