শুক্রবার, ২৫শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


আল্লুর পর এবার সমালোচনার কাঠগড়ায় রাম চরণ


প্রকাশিত:
৭ জানুয়ারী ২০২৫ ১১:৫২

আপডেট:
২৫ এপ্রিল ২০২৫ ০৪:৩৪

ফাইল ছবি

আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা ২’ সিনেমার প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মারা যান এক নারী। সেই ঘটনাকে কেন্দ্র করে মামলা দায়ের করা হয় এবং একরাত জেলেও থাকতে হয় সুপারস্টার আল্লু অর্জুনকে। পরে তিনি জামিনে মুক্তি পান। তবে এখনো সেই বিতর্কে সমালোচনার মুখে অভিনেতা।

এবার একই ঘটনা ঘটল আরেক সুপারস্টার রাম চরণের সঙ্গে। সমালোচনার কাঠগড়ায় দক্ষিণি অভিনেতা। রাম চরণের আসন্ন সিনেমা ‘গেম চেঞ্জার’-এর প্রচার অনুষ্ঠান থেকে ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ২ ভক্তের।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, রাম চরণের আসন্ন সিনেমা ‘গেম চেঞ্জার’-এর মুক্তি উপলক্ষ্যে এক প্রচার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল অন্ধ্রপ্রদেশের রাজামহেন্দ্রভরমে।

আগামী ১০ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। প্রচার অনুষ্ঠানটিতে অভিনেতাকে দেখতে ভিড় জমিয়েছিল অনেক ভক্ত। সেই অনুষ্ঠান থেকে ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেছে ২ ভক্তের। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ও জনপ্রিয় অভিনেতা পবন কল্যাণও।

জানা যায়, উল্টো দিক থেকে আসা একটি গাড়ি মোটরসাইকেলকে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান তারা। পরে মারাত্মক জখম অবস্থায় উদ্ধার করে তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহত দুই ভক্তের নাম আরভা মণিকান্ত (২৩) ও থোকাডা চরণ (২২)। তাদের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রামচরণ।

সিনেমার প্রচার অনুষ্ঠানে এসে এমন দুর্ঘটনার শিকার হওয়া মৃতদের পরিবারকে মোট ১০ লাখ টাকা অনুদানের ঘোষণা দিয়েছে সিনেমাটির প্রযোজক দল।

এছাড়া পবন কল্যাণও প্রত্যেক পরিবারকে ৫ লাখ রুপি করে দেওয়ার ঘোষণা করেছেন। এ বিষয়ে প্রযোজক দিল রাজু বলেন, অনুষ্ঠান শেষ হওয়ার পর বাড়ি ফেরার পথে মর্মান্তিকভাবে দুজন মারা গেছেন। খবরটি পবন কল্যাণও জানতে পেরেছেন। এ বিষয়ে বিকল্প কিছু করার আছে কিনা তা তিনি জানতে চেয়েছেন। কারণ এটি খুবই দুঃখজনক ঘটনা; যা এই বড় ইভেন্টের পরে ঘটেছে। আমি এবং রাম চরণও এ নিয়ে আলোচনা করেছি। আমরা তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং মৃতদের পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। ঘটনার পরেই প্রত্যেক পরিবারের জন্য ৫ লাখ টাকা দিয়েছি এবং আমরা তাদের পাশে থাকব।

# মির্জা সাইমা


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top