শুক্রবার, ২৫শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


স্বামী ও ননদের বিরুদ্ধে থানায় জিডি করলেন অভিনেত্রী


প্রকাশিত:
৭ জানুয়ারী ২০২৫ ১৫:৩১

আপডেট:
২৫ এপ্রিল ২০২৫ ০৪:৩৪

ফাইল ছবি

স্বামী প্রশান্ত মোতওয়ানির ও তার পরিবারের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ আনলেন ‘মাতা কি চৌকি’ খ্যাত অভিনেত্রী মুসকান ন্যান্সি জেমস। একই অভিযোগে অভিযুক্ত মুসকানের শাশুড়ি মোনা মোতওয়ানি ও ননদ অভিনেত্রী হংসিকা মোতওয়ানি। সম্পত্তি নিয়ে প্রতারণাসহ একাধিক অভিযোগ এনেছেন মুসকান।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, গত ১৮ ডিসেম্বর মুম্বাইয়ের আম্বোলি থানায় ৪৯৮-এ, ৩২৩, ৫০৪, ৫০৬ ও ৩৪ নম্বর ধারায় একটি এফআইআর (জিডি) দায়ের করেন মুসকান

এফআইআরে মুসকান অভিযোগ করেন, তার শাশুড়ি ও ননদ সংসারে অতিরিক্ত হস্তক্ষেপ করেছেন, যার কারণে স্বামীর সঙ্গে তার সম্পর্কের টানাপোড়েন চলছে।

এছাড়াও মুসকান তার স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনেছেন। তার দাবি অতিরিক্ত মানসিক নির্যাতনের কারণে বেল পালসিতে আক্রান্ত তিনি। এই রোগের কারণে তার ফেসিয়াল প্যারালাইসিসও হয়ে গেছে।

মুসকানের আরও অভিযোগ, স্বামী, শাশুড়ি, ননদ তার থেকে দামি উপহার, টাকা দাবি করার পাশাপাশি সম্পত্তি নিয়ে প্রতারণা করেছেন।

এ বিষয়ে সংবাদমাধ্যমকে মুসকান বলেন, ‘হ্যাঁ আমি এই জিডি দায়ের করেছি, আইনি সহায়তা চেয়েছি। এইমুহুর্তে এর চেয়ে বেশি কিছু বলতে পারব না, যেহেতু মামলা চলছে।’

মুসকান ও তার স্বামী প্রশান্ত মোতওয়ানি ২০২০ সালে বিয়ে করেন, তবে ২০২২ সালে তারা আলাদা হয়ে যান। গত দুই বছর ধরে তারা আলাদা থাকছেন।

এদিকে প্রশান্ত ও হাংসিকা এখনও এফআইআর নিয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি।

প্রসঙ্গত, মুসকান ন্যান্সি ‘থোড়ি খুশি থোড়ে গম’ সিরিয়ালের হাত ধরে ক্যারিয়ার শুরু করেন। এরপর তিনি ‘মাতা কি চৌকি’ সিরিয়ালে অভিনয় করে জনপ্রিয়তা পান।

এছাড়াও ‘কোড রেড’, ‘ভারত কা বীর পুত্র - মহারাণা প্রতাপ’, ‘এজেন্ট রাঘব’ - ‘ক্রাইম ব্রাঞ্চ’ সহ আরও অনেক টেলিভিশন শোতে কাজ করেছেন মুসকান।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top