বৃহঃস্পতিবার, ২৪শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


আইসিইউতে ভালো নেই ফরিদা পারভীন, দোয়া চাইলেন স্বামী


প্রকাশিত:
২ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:১১

আপডেট:
২৪ এপ্রিল ২০২৫ ২৩:২০

ছবি সংগৃহীত

শ্বাসকষ্ট নিয়ে গত শনিবার ভোরে হাসপাতালে ভর্তি হন দেশের বরেণ্য সংগীতশিল্পী ফরিদা পারভীন। এই মুহূর্তে আইসিইউতে রাখা হয়েছে শিল্পীকে। তবে শিল্পীর শারীরিক অবস্থা এখনও ভালো নেই বলে জানালেন ফরিদার স্বামী বিখ্যাত বংশীবাদক গাজী আব্দুল হাকিম। সেই সঙ্গে স্ত্রীর জন্য দোয়া চেয়েছেন তিনি।

গাজী আব্দুল হাকিম গণমাধ্যমকে বলেন, ‘ফরিদা এখনও আইসিইউতেই আছেন। তবে চিকিৎসক বলেছেন তার শরীরের অবস্থা আগের চেয়ে একটু ভালো। কিন্তু আরও ভালো না হওয়া পর্যন্ত তাকে আইসিইউতেই রাখতে হবে।’

আব্দুল হাকিম আরও বলেন, ‘আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। আমাদের বিশ্বাস মহান আল্লাহ তায়ালার রহমত আর ফরিদার অসংখ্য ভক্ত শ্রোতার দোয়ায় সে ভালো হয়ে ফিরবে।’

এর আগে শনিবার আব্দুল হাকিম স্ত্রী ফরিদার অসুস্থতার খবর জানিয়ে গণমাধ্যমকে বলেন, ‘ফরিদা পারভীনকে হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। তার ফুসফুসে পানি জমেছে। এ ছাড়া আরও কয়েকটি জটিলতা রয়েছে।’

উল্লেখ্য, বর্তমানে লালন সংগীতজ্ঞ হিসেবেই পরিচিত ফরিদা পারভীন। তবে তিনি যে শুধু লালনের গান গেয়েছেন তা নয়। তিনি একাধারে গেয়েছেন আধুনিক এবং দেশাত্মবোধক গান। ফরিদা পারভীনের গাওয়া আধুনিক, দেশাত্মবোধক কিংবা লালন সাঁইয়ের গান সমান ভাবেই জনপ্রিয়। ১৯৬৮ সালে রাজশাহী বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে নজরুলসংগীত গাইতে শুরু করেন ফরিদা। ১৯৭৩ সালের দিকে দেশাত্মবোধক গান গেয়ে জনপ্রিয়তা অর্জন করেন।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top