বৃহঃস্পতিবার, ২৪শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


এবারও প্রিয়জনদের নিয়ে ইফতার করলেন মিম


প্রকাশিত:
৩ মার্চ ২০২৫ ১২:৪০

আপডেট:
২৪ এপ্রিল ২০২৫ ১৯:৩৫

ছবি সংগৃহীত

সর্বদা সম্প্রীতির বার্তা দিয়ে এসেছেন ঢাকাই চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। ভিন্ন ধর্মের অনুসারী হলেও প্রতি বছর রমজানে ইফতারে অংশ নিতে যায় তাকে। শুধু তাই নয়, খুব আনন্দের সঙ্গে ঈদও উদযাপন করেন নায়িকা; দেন কোরবানিও।

রমজান মাসে ইফতার করার ঘটনা বিদ্যা সিনহা মিমের ক্ষেত্রে নতুন কিছু না। প্রতি বছরই প্রথম রোজায় এমন চিত্র দেখা যায় তার বাসায়। এ সময় মিমের সঙ্গে থাকেন তার পরিবারের সকল সদস্যরাই। চলতি রমজানেও এর ব্যতিক্রম ঘটেনি।

রোববার প্রথম রমজানের দিনেই প্রিয়জনদের নিয়ে ইফতার করতে দেখা গেল মিমকে। এদিন নায়িকা তার বাসায় ঘরোয়া ইফতার আয়োজনের দুটি ছবি সামাজিক মাধ্যমে ভাগ করে নেন। ক্যাপশনে লেখেন,‘এই বরকতময় রমজানের প্রথম ইফতার আমার প্রিয়জনদের সাথে শেয়ার করলাম। একতা, আশীর্বাদ এবং সুন্দর মুহূর্তগুলোর জন্য সবার কাছে কৃতজ্ঞ।’

পোস্টটি দেখা মাত্রই মিমকে ভালোবাসায় ভরিয়ে দেন তার অনুরাগীরা; সঙ্গে মন্তব্য ঘরে রমজানের শুভেচ্ছা বার্তাও দেন।

ঢালিউডের প্রথম সারির অভিনেত্রীদের একজন বিদ্যা সিনহা মিম। ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিনোদন জগতে পা রাখেন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক সিনেমা, ওয়েব সিরিজ, টেলিফিল্ম, বিজ্ঞাপনে কাজ করে গেছেন।

বিনোদনের ঝলমলে দুনিয়ায় সরব বিচরণ মিমের। ব্যক্তিগত জীবনে তিনি সনাতন ধর্মের অনুসারী। কিন্তু মিমের কাছে সব ধর্মের মানুষই সমান গুরুত্বপূর্ণ। তাই প্রতিনিয়তই ধর্মীয় সম্প্রীতির বার্তা দেয়ার চেষ্টা করেন।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top