বৃহঃস্পতিবার, ২৪শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


পুরুষালি হওয়ার দরকার নেই, আরও বেশি ‘নারী’ হয়ে উঠুন : কঙ্গনা


প্রকাশিত:
৮ মার্চ ২০২৫ ১৭:১৯

আপডেট:
২৪ এপ্রিল ২০২৫ ১৯:৩২

ছবি সংগৃহীত

বলিউডের ‘লৌহমানবী’ বলা হয় কঙ্গনাকে। তার মানসিক দৃঢ়তা, প্রতি মুহূর্তের লড়াই, স্পষ্টবাদিতা, অন্যায়ের প্রতিবাদ করার ক্ষমতা এই তকমা দিয়েছে। আন্তর্জাতিক নারী দিবসে সেই কঙ্গনা ভারতের সকল নারীদের প্রতি বিশেষ বার্তা দিলেন।

এদিনও তিনি নারীশক্তির জয়গান করেছেন। যেন একটু ভিন্ন সুরে। তার মতে, একজন নারীর প্রতিদ্বন্দ্বী অন্য পুরুষ বা নারী নন, তিনি নিজেই।

কঙ্গনার বার্তা, ‘নারী হিসেবে আপনার মধ্যে অনেক ভালো গুণ রয়েছে। সেগুলো খুঁজে বার করুন, তার প্রকাশ ঘটান। তবেই আপনি সার্থক নারী।’

এদিন কঙ্গনা যেন তার চিরচেনা রূপের বাইরে! মানসিকভাবে অবশ্যই আরও শক্তিশালী, সুসংহত। কিন্তু বার্তায় যেন নম্রতার প্রলেপ। বিশেষ দিনে সাংসদ-অভিনেত্রীর ভাষাও যেন কিঞ্চিৎ নরম!

নারীদের উদ্দেশে তিনি বলেছেন, ‘আরও বেশি দয়ালু হোন। আপনার কথায়, আচরণে যেন বেশি করে ভালোবাসা ঝরে পড়ে। কারণ, পৃথিবীর সমস্ত প্রাণী নারীর ভালোবাসা, দয়া, মায়া পাওয়ার অপেক্ষায় থাকে। এই কারণেই একজন শিশুর মাকে সবচেয়ে বেশি প্রয়োজন।’

তিনি নিজেও এই প্রয়োজন অনুভব করেছেন প্রতি মুহূর্তে। তাই তার কাছে ‘দেবী’ আর ‘মা’ সমার্থক। তিনি নারীর মধ্যে ‘দেবী’ রূপ দেখতে পান। অভিনেত্রীর চোখে নারীশক্তিই প্রকৃত দৈবশক্তি।

এজন্য কঙ্গনা নারীর মধ্যে আরও পেলবতা, আরও মায়া, আরও বেশি করে ‘নারীত্ব’ দেখার পক্ষপাতী।

তার যুক্তি, নিজেকে শক্তিশালী করে গড়ে তুলতে নারীর ‘পুরুষালি’ হওয়ার দরকার নেই। প্রকৃতি নারীর মধ্যে নানা গুণ জন্ম থেকেই সাজিয়ে দেয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেসব গুণের যথাযথ প্রকাশ ঘটলেই নারী ‘সম্পূর্ণা’।

কঙ্গনার এই বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এই প্রজন্ম অভিনেত্রীর বক্তব্যকে স্বতঃস্ফূর্তভাবে শুভেচ্ছা জানিয়েছে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top