বৃহঃস্পতিবার, ২৪শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


এবার যুক্তরাষ্ট্রকে তুলাধোনা করলেন কঙ্গনা


প্রকাশিত:
১৭ মার্চ ২০২৫ ১৬:১৫

আপডেট:
২৪ এপ্রিল ২০২৫ ১৯:৩৭

ছবি সংগৃহীত

সময়টা মোটেও ভালো যাচ্ছে না বলিউডের ‘ঠোঁটকাটা’খ্যাত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের। বিগত ছয় বছরে একের পর এক সিনেমা ফ্লপ। দেশাত্মবোধক সিনেমায় অভিনয় করেও কপাল ফেরেনি! লাগাতার ফ্লপের ঠেলায় ক্যারিয়ার শেষের পথে এ নায়িকার। তবে ক্যারিয়ারে শনির দশা চললেও মুখে লাগাম নেই তার।

প্রতিনিয়ত একের পর এক ইস্যুতে মন্তব্য করে নিজেকে রাখেন আলোচনায়। এবার তো সোজা আমেরিকাকে তুলাধোনা করলেন অভিনেত্রী!

সম্প্রতি নেটফ্লিক্সে স্ট্রিমিং শুরু হয়েছে ‘ইমার্জেন্সি’র। ওটিটি দর্শকদের কাছে প্রশংসাও পাচ্ছে বেশ। আর এবার এই সিনেমার সূত্র ধরেই যুক্তরাষ্ট্রকে কটাক্ষ করেছেন কঙ্গনা রানাওয়াত।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুসারে, ‘ইমার্জেন্সি’ নেটফ্লিক্সে মুক্তির পর ভারতে নেটফ্লিক্সের টপে রয়েছে। আর সিনেমাটির প্রশংসাও করছে নেটিজেনরা। কারো কারো মতে, সিনেমাটির জন্য অস্কার পাওয়া উচিত কঙ্গনার। এমনই এক নেটিজেনের পোস্টকে উল্লেখ করে যুক্তরাষ্ট্রকে কটাক্ষ করেছেন অভিনেত্রী।

রবিবার (১৬ মার্চ) কঙ্গনা তার ইনস্টাগ্রাম স্টোরিতে চলচ্চিত্রটির প্রশংসা করা এক নেটিজেনের পোস্ট শেয়ার করেন। সেই নেটিজেন লিখেছিলেন, ‘ইমার্জেন্সি অস্কারের জন্য যোগ্য। কঙ্গনা, কী অসাধারণ সিনেমা!’ কঙ্গনা সেই পোস্টটি নিজের স্টোরিতে শেয়ার করে লেখেন, “আমেরিকানরা তাদের আসল মুখ দেখতে চায় না, যেভাবে তারা উন্নয়নশীল দেশগুলোকে ভ*য় দেখায়, দ*মন করে এবং চাপ প্রয়োগ করে। এই বিষয়গুলো ‘ইমার্জেন্সি’র মাধ্যমে তুলে ধরা হয়েছে। আমেরিকানরা হাস্যকর অস্কার নিয়ে থাকুক, কারণ আমাদের কাছে রয়েছে জাতীয় পুরস্কার।”

অভিনেত্রীর এই পোস্টের পর তাকে নিয়ে আলোচনা-সমালোচনা দুই হচ্ছে। অনেকেই বলছেন এভাবে কোনো বিষয় নিয়ে বলা উচিত নয়। আবার অনেকেই বলছেন, আলোচনায় থাকতেই এমন বক্তব্য দিয়েছেন অভিনেত্রী।

‘ইমার্জেন্সি’ সিনেমায় ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা। বিজেপির সংসদ সদস্য কঙ্গনা প্রতিপক্ষ রাজনৈতিক দল কংগ্রেসের নেত্রী ইন্দিরাকে কোন রূপে দেখাতে চাইছেন, তা নিয়ে বেশ কৌতূহল ছিল। সিনেমার পটভূমি গত শতকের সত্তরের দশক, ভারতে তখন ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী। ১৯৭৫ সালের ২৫ জুন থেকে পরবর্তী ২১ মাস ভারতে জরুরি অবস্থা চলে। সিনেমায় সেই সময়ের রাজনৈতিক আবহ তুলে ধরার চেষ্টা হয়েছে বলে কঙ্গনার ভাষ্য। এই সিনেমায় কঙ্গনা ছাড়াও অনুপম খের, মহিমা চৌধুরী, মিলিন্দ সোমান, শ্রেয়াস তালপাড়ে, বিষক নায়ার, সতীশ কৌশিকসহ একাধিক অভিনয়শিল্পী কাজ করেছেন।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top