বৃহঃস্পতিবার, ২৪শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


‘মুজিব’ সিনেমা নিয়ে মুখ খুললেন নুসরাত ফারিয়া


প্রকাশিত:
২২ মার্চ ২০২৫ ১৬:২৮

আপডেট:
২৪ এপ্রিল ২০২৫ ১৯:৩৫

ছবি সংগৃহীত

‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় অভিনয়ের সুবাদে একসমইয় বাহবা কুড়ালেও পট পরিবর্তনের পর বেকায়দায় তারা। এরমধ্যে একজন নুসরাত ফারিয়া। ছবিতে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এ কারণে বেশ কটাক্ষের শিকার হতে হয় আজকাল। এবার সিনেমাটি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।

একটি পডকাস্টের মুখোমুখি হয়েছিলেন ফারিয়া। সেখানে তাকে প্রশ্ন করা হয়, আপনি কি শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার কারণে অনুশোচনায় ভোগেন? ইংরেজিতে উত্তর দেন অভিনেত্রী।

যার বাংলা করলে দাঁড়ায়, ‘আমি বলতে চাই, এখানে অনুশোচনার মতো কিছুই নেই। আমরা শিল্পীরা সাড়ে ৫টায় ঘুম থেকে উঠে গভীর রাত পর্যন্ত কাজ করি। এর পেছনে অনেক শারীরিক পরিশ্রম যায়। স্পেশ্যাল এই সিনেমার (মুজিব: একটি জাতির রূপকার) জন্য ২০১৯ থেকে ২০২৩ সাল- এই ৫ বছর আমি একই লুকে নিজেকে মেইনটেইন করেছি। চুলে কোন রঙ করিনি, কালো চুল নিয়ে ঘুরেছি এই চরিত্রটির জন্য। একটা নির্দিষ্ট পরিমাণ শারীরিক ওজনের মধ্যে থাকতে হয়েছে। মোট কথা, আমি বলতে চাই এই সিনেমার জন্য আমি আমার জীবনের দীর্ঘ ৫টি বছর দিয়েছি। ফলে সেই কাজটিকে নিয়ে যদি অনুশোচনা করি তাহলে আমার পেশাকেই অপমান করা হবে।’

আরও বলেন, ‘এই সিনেমার জন্য আমি যে পরিস্থিতি পার করেছি বা এখনো করছি তা আমার ভাগ্যে লেখা ছিলো বলেই মনে করি। এটা খণ্ডানোর ক্ষমতা আমার ছিলো না।’

এরপর ফারিয়া বলেন যে একটি দেশের সরকারি পর্যায় থেকে কোন কাজের প্রস্তাব আসলে তা নিজের অতো পছন্দ না হলেও মানা করা যায় না।

এ সময় ছাত্র আন্দোলন প্রসঙ্গে ফারিয়া বলেন, আমি তখন কানাডাতে কিছু শো করতে গিয়েছিলাম। ভুল সবসময়ই ভুল। তাই আমার মনে হয়েছে তখন তখন আমি ছাত্রদের পক্ষে পোস্ট করেছি। আমার সোশ্যাল মিডিয়া ঘাটলে সেটা দেখতে পাবেন।’

ঈদে মুক্তি পেতে যাচ্ছে ফারিয়া অভিনীত সিনেমা ‘জ্বীন-৩’। এতে তার সঙ্গে আছেন আবদুন নূর সজল। ছবিটি নির্মাণ করেছেন কামরুজ্জামান রোমান।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top