শাহরুখের বাড়িতে বেআইনি কাজের অভিযোগ, হানা প্রশাসনের
প্রকাশিত:
২১ জুন ২০২৫ ১৩:৪৭
আপডেট:
৬ আগস্ট ২০২৫ ০৩:৪৮

শাহরুখ খানের বাসভবন মান্নাতে বেআইনি কাজের অভিযোগ উঠেছে। এরইমধ্যে সেখানে হানা দিয়েছে ভারতীয় প্রশাসন। দেশটির সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
মাস কয়েক হলো সংস্কার কাজ চলছে মান্নাতে। শাহরুখ তার পরিবার নিয়ে উঠেছেন অন্যত্র। জানা গেছে পুরনো ভবন সংস্কারের ক্ষেত্রে আইনকে বুড়ো আঙুল দেখাচ্ছেন কিং খান।
বাড়ি মেরামত করতে গিয়ে উপকূলীয় অঞ্চলের নিয়ম লঙ্ঘন করা হয়েছে। এরকম অভিযোগ জমা পড়েছে বন দফতর এবং বৃহন্মুম্বাই পুরসভার কাছে। যার জেরে গতকাল শুক্রবার ব্যান্ডস্ট্যান্ড এলাকার দুই বিভাগের কর্মীরা যৌথ ভাবে মন্নত পরিদর্শনে যান।
বিষয়টি নিয়ে বনবিভাগের এক উচ্চপদস্থ কর্তা সংবাদমাধ্যমকে জানান, বেআইনি সংস্কারের অভিযোগ পেয়েই দুই বিভাগ এক যোগে শাহরুখের বাংলোয় হানা দিয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শীঘ্রই প্রতিবেদন তৈরি করে জমা দেবেন তারা।
পুরসভার দাবি, বন দফতরের অনুরোধ পেয়েই তারা যৌথ পরিদর্শনে গেছেন। এ ছাড়া, তাদের এই বিষয়ে আলাদা কোন ভূমিকা নেই। মান্নাত সংস্কারের কাজে নিযুক্ত কর্মীরা এরইমধ্যে উপস্থিত দুই বিভাগের কর্তাব্যক্তিদের জানিয়েছেন, তাদের কাজে বাংলো সংস্কার সংক্রান্ত যা যা নথি রয়েছে সবই তারা সংশ্লিষ্ট দফতরে জমা দেবেন।
তবে শাহরুখের সহকারী অস্বীকার করেছেন অভিযোগ। কোনো বেআইনি সংস্কার হচ্ছে না। নির্দেশিকা মেনেই যাবতীয় কাজ হচ্ছে বলে দাবি তার।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: