বৃহঃস্পতিবার, ১৭ই জুলাই ২০২৫, ১লা শ্রাবণ ১৪৩২

Shomoy News

Sopno


‘শাকিব খানের সাথে আমার কী সম্পর্ক, সেটা তাকেই জিজ্ঞেস করুন’


প্রকাশিত:
১৬ জুলাই ২০২৫ ১৮:৪৫

আপডেট:
১৭ জুলাই ২০২৫ ০৪:৪২

ছবি সংগৃহীত

ঢালিউড মেগাস্টার শাকিব খানকে নিয়ে কয়েকদিন ধরে ফের আলোচনায় চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। ইদানিং সামাজিক মাধ্যমে শাকিব খানকে নিয়ে প্রায়ই পোস্ট করতে দেখা যায় তাকে; দেখা যায় একফ্রেমে এমনকী সেলফিতেও।

মাস কয়েক আগে শাকিব খানের সঙ্গে ফ্লাইট থেকে একটি ছবি তুলে বেশ আলোচনার জন্ম দেন মিষ্টি জান্নাত। সে সময় ক্যাপশনে লিখেছিলেন, ‘লাভ লাভ’। এরপরই নেটিজেনরা শুরু করেন আলোচনার ঝড়, দুইয়ে দুইয়ে চারও মেলান অনেকে।

কিন্তু এখানেই থেমে থাকেনি। মিষ্টি জান্নাত ও শাকিবের রসায়ন নিয়ে মুখে কুলুপ আঁটেন নায়িকা। এরপর শোনা যায়, শাকিবকে ফ্লাইটে পেয়ে নিজ থেকে গিয়ে সেলফি তোলেন; যাকে এই মিষ্টি জান্নাতের স্টান্টবাজি হিসেবে অভিহিত করেন শাকিব ভক্তরা।

এরপর ফের শাকিব খানকে নিয়ে একের পর এক ছবি পোস্ট করতে থাকেন মিষ্টি জান্নাত। সম্প্রতি শাকিবের সঙ্গে পুরোনো একটি ছবি পোস্ট করে মিষ্টি জান্নাত লেখেন, ‘ভালো থাকবেন, প্রথম আমি।’ ফলে নতুন করে তৈরি হয়েছে নানা জল্পনা; শাকিবের সঙ্গে মিষ্টি জান্নাতের ছবি, বারবার কেন; তার সঙ্গে কীসের সম্পর্ক— ওঠে প্রশ্ন।

গণমাধ্যম থেকে সম্প্রতি এমনই প্রশ্নের মুখোমুখি হন মিষ্টি জান্নাত। তারই একটি অংশ ভাইরাল সামাজিক মাধ্যমে। সেখানে মিষ্টি জান্নাতকে শাকিব খান প্রসঙ্গে নানা কথা বলতে শোনা যায়। জানান, এসব প্রশ্ন তাকে করে লাভ নেই, বরং শাকিবকেই করা হোক।

মিষ্টি জান্নাত বলেন, ‘আমি কোনো রহস্য নিয়ে কথা বলব না; শাকিব খানকে নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না। যদি প্রশ্ন থাকে, আমি সবাইকে পরিস্কার করতে চাই, ‘যে শাকিব খানকে আপনারা সবাই জিজ্ঞাসা করবেন; সে তো প্রেস মিটে যায়। কেন তাকে আপনারা একটা প্রশ্ন করতে পারছেন না? তাকে নিয়ে কিছু বললে আমাকে কেন প্রশ্ন করেন?’

এদিকে বলে রাখা ভালো, গত বছর শাকিব খানের তৃতীয় বিয়ের যখন গুঞ্জন ওঠে, তখন শোনা যায়, পাত্রী হিসেবে ডাক্তার বেছে নিয়েছে শাকিবের পরিবার। সে থেকে গুঞ্জন, হয়তোবা মিষ্টি জান্নাতই সেই পাত্রী। কারণ, অভিনেত্রী পরিচয়ের বাইরেও তিনি একজন দন্ত চিকিৎসক। এ নিয়ে মিষ্টি জান্নাতকে প্রশ্নও ছোঁড়া হয়, তখন নায়িকা বলেছিলেন- ‘হলেও হতে পারে, দেখা যাক।’

এবারও একই প্রশ্নের সম্মুখীন হন মিষ্টি জান্নাত। শাকিবের তৃতীয় স্ত্রী হতে যাচ্ছেন কি না, জবাবে নায়িকা বলেন, ‘এই জায়গাটা পরিস্কার করতে পারছি না; তাহলে তো সাসপেন্সটাই থাকবে না। আর্টিস্টদের সবকিছু সাসপেন্স থাকতে হয়, রাখতে চাই, এটাই।’

মিডিয়ার প্রতি অসন্তোষ প্রকাশ করে মিষ্টি জান্নাত বলেন, ‘আর আমি আসলে বেশি কথা বলতে চাচ্ছি না, কারণ একটা কথা বলি, আর এক একটা অ্যাঙ্গেল এ নিউজ করে; এগুলো খুবই বিব্রতকর। ব্যাপারটি হচ্ছে যে, সবই ঠিক আছে। কিন্তু এমন এমন ক্যাপশন দেয়; আমি অতকিছু বলতে চাচ্ছি না। শুধু কম বলতে চাই, ক্যাপশন কম হোক।’

ফের শাকিব খান প্রসঙ্গে ফিরে এসে নায়িকা বলেন, ‘শাকিব খানকে নিয়ে যাই বলি, কেউ বলবে রিকোয়েস্ট করে বলেছি। আবার যদি বলি, গুড রিলেশন, তখন জিজ্ঞেস করবে, সে কি আমার বয়ফ্রেন্ড কি না, আমি যদি বলি ফ্রেন্ড, তখন জিজ্ঞাসা করবে আপনার চেয়ে তার ডাবল বয়সের কেন- অনেক সময় অনেক কিছু বলে। তাই শাকিব খানকে নিয়ে কোনো কথা বলতে চাই না।’

২০১৪ সালে ‘লাভ স্টেশন’ দিয়ে অভিনয়ে নাম লেখানো মিষ্টি জান্নাত নিয়মিতই কাজ করেছেন চলচ্চিত্রে। পাশাপাশি ব্যবসার সঙ্গেও যুক্ত তিনি।

এসএন /সীমা


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top