বৃহঃস্পতিবার, ১৭ই জুলাই ২০২৫, ২রা শ্রাবণ ১৪৩২

Shomoy News

Sopno


চুম্বন দৃশ্যে কেন রেগে গিয়েছিলেন জেরিন?


প্রকাশিত:
১৭ জুলাই ২০২৫ ১৩:১২

আপডেট:
১৭ জুলাই ২০২৫ ১৯:১৩

ছবি সংগৃহীত

ক্যাটরিনার মতো দেখতে হওয়ায় বলিউডে শুরুটা বেশ প্রতিবন্ধকতাপূর্ণ ছিল জেরিন খানের। ‘হেট স্টোরি ৩’ দিয়ে কাটিয়ে তুলেছিলেন সেই অস্বস্তি। কিন্তু ছবিটি যেন আরেক বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়ায়। পর্দায় আবেদনময়ী হয়ে ধরা দেওয়ায় একই চরিত্রে ডাক পড়তে থাকে। যা ভালোভাবে নেননি জেরিন। একবার তো চুম্বন দৃশ্যে অভিনয়ের ডাক পেয়ে রেগে গিয়েছিলেন।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ‘হেট স্টোরি ৩’এর পর একইরকম চরিত্রে ডাক আসতে থাকে জেরিনের। কিন্তু তাতে আপত্তি ছিল অভিনেত্রীর। কেননা ‘হেট স্টোরি ৩’এর ওই দৃশ্যে সাবলীল হতেই তার বেশ সময় লেগেছিল। পাশাপাশি পরিবার ছিল রক্ষণশীল। সদস্যরা ব্যস্ত থাকতেন ধর্ম-কর্ম নিয়ে। এরকম চরিত্র নিয়ে শেষ পর্যন্ত শরণাপন্ন হয়েছিলেন মায়ের।

তার কথায়, “আমার কাজের দরকার ছিল। আমার সামনে পরিচালক বা প্রযোজকদের লাইন ছিল না। কয়েকজন বন্ধুর সঙ্গে আমি কথা বলেছিলাম। তারা বেশি ভাবতে বারণ করেছিলেন। তার পরে মায়ের সঙ্গে কথা বলি। মা পাশে ছিল। মায়ের সঙ্গে কথা বলে অনেকটা সাহস পেয়েছিলাম। তারপর ছবিটা করি।”

এরপর জেরিন অভিনয় করেন ‘অকসর ২’ছবিতে। সেখানেও ছিল বেশ কয়েকটি চুম্বন দৃশ্য। আর তাতেই রেগেছিলেন অভিনেত্রী। নালিশ জানাতে পরিচালক দায় চাপিয়েছিলেন প্রযোজকের ওপর।

এসএন /সীমা


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top