সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ১৯শে শ্রাবণ ১৪৩২

Shomoy News

Sopno


আমার অবস্থাও সুশান্তের মতো হবে, কান্নায় ভেঙে পড়লেন তনুশ্রী


প্রকাশিত:
২৯ জুলাই ২০২৫ ১২:৪৩

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ০১:৩২

ছবি সংগৃহীত

দিন কয়েক আগে ক্যামেরার সামনে এসে কান্নায় ভেঙে পড়েছিলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। দাবি করেছিলেন, নিজের বাড়িতেই হেনস্থার শিকার হচ্ছেন তিনি।

পাশাপাশি এই দাবিও করেন, তার পরিণতিও হতে পারে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মতো।

এমন মন্তব্যের পর আরও একবার সুশান্তকে নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। এবার তনুশ্রী দাবি করলেন, সুশান্ত নিজে একজন ভালো মানুষ ছিলেন। কিন্তু খারাপ মানুষের পাল্লায় পড়েছিলেন।

অভিনেত্রী বলেন, সাধারণ মানুষের উচিত, সুশান্ত, দিশা সালিয়ান, জিয়া খানের মতো নিহত সৈনিকদের জন্য প্রার্থনা করা। কারণ কেউই জানেন না, তারা ঠিক কতটা যুদ্ধ করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তনু্শ্রী দত্ত লিখেছেন, “সুশান্ত সিং রাজপুত, দিশা সালিয়ান, জিয়া খানের মতো ঈশ্বরের নিহত সৈনিকদের জন্য প্রার্থনা করা উচিত আমাদের। এভাবেই সাহায্য করা যায়। ঈশ্বরের কাছে প্রার্থনা করেই তাদের কিছুটা সাহায্য করতে পারি। আমরা কেউ জানি না, তারা কতটা যুদ্ধ করেছেন, শয়তানদের সঙ্গে কী প্রকার লড়াই করেছেন। অবসাদ নিয়ে গল্প ফাঁদা এখন খুব সহজ বিষয় হয়ে দাঁড়িয়েছে।”

এখানেই শেষ নয়। তনুশ্রী বলেছেন, “এই দুনিয়ায় খারাপ মানুষের অভাব নেই। নিজেদের স্বার্থে ওরা অন্যদের বেঁচে থাকাও কষ্টকর করে তুলতে পারে। ঈশ্বরের এই সন্তানেরা এমনই সব মানুষদের লোভ, কামনা, ক্ষমতা ও উচ্চাকাঙ্ক্ষার শিকার হয়েছেন।”

যখনই সুশান্তের কথা মনে পড়ে, তখনই প্রার্থনা করেন তনুশ্রী। দিন কয়েক আগে অভিনেত্রী জানিয়েছিলেন, তিনি নাকি আশঙ্কা করছেন সুশান্ত সিংহ রাজপুতের মতো পরিণতি হবে তার।

সুশান্তের অস্বাভাবিক মৃত্যুর পর বিস্তর জলঘোলা হয়েছে। তার মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা থাকলেও, সম্প্রতি সিবিআই অভিনেতার মৃত্যুতে কোনও অস্বাভাবিকতা খুঁজে পায়নি বলেই জানিয়েছে। এ বার বলিউডের ‘মাফিয়া গ্যাং’-এর বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুললেন তনুশ্রী।

এসএন /সীমা


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top