রবিবার, ৩রা আগস্ট ২০২৫, ১৯শে শ্রাবণ ১৪৩২

Shomoy News

Sopno


রাজকুমারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি


প্রকাশিত:
২৯ জুলাই ২০২৫ ১৬:২১

আপডেট:
৩ আগস্ট ২০২৫ ১০:১৮

ছবি সংগৃহীত

বলিউড অভিনেতা রাজকুমার রাওয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর তিনি জলন্ধর আদালতে আত্মসমর্পণ করেছেন। ২০১৭ সালের একটি চলচ্চিত্রের পোস্টারকে ঘিরে হিন্দু ধর্মকে অসম্মান করার অভিযোগের জেরে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তারি এড়াতে রাজকুমার রাও দ্রুত আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন। আদালত তাকে শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করেছে।

মামলাটি ধর্মীয় সংবেদনশীল হওয়ায় আদালত পরবর্তী শুনানিতে আট বছরের পুরনো এই মামলার উভয় পক্ষের বক্তব্য নতুন করে শুনবে বলে জানা গেছে। এই বিষয়ে রাজকুমার রাওয়ের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

প্রতিবেদনে আরও বলা হয়, ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘বহেন হোগি তেরি’ ছবির একটি পোস্টারে রাজকুমার রাওকে শিবের বেশে বাইকে বসে থাকতে দেখা যায়। এই ছবিটিকে ঘিরে তখন স্থানীয় শিবসেনা তীব্র আপত্তি জানায় এবং হিন্দু ধর্মকে অসম্মান করার অভিযোগ তোলে।

শিবসেনার পক্ষ থেকে সে সময়েই ছবির পরিচালক নীতিন কক্কর, প্রযোজক আমুল বিকাশ মোহলে, অভিনেত্রী শ্রুতি হাসান এবং অভিনেতা রাজকুমার রাওয়ের বিরুদ্ধে জলন্ধর আদালতে লিখিত অভিযোগ দায়ের করা হয়।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top