শনিবার, ২রা আগস্ট ২০২৫, ১৮ই শ্রাবণ ১৪৩২

Shomoy News

Sopno


বুবলীকে এখন থেকে ‘ময়না’ নামেই ডাকব: কোনাল


প্রকাশিত:
২ আগস্ট ২০২৫ ১৩:৫৬

আপডেট:
২ আগস্ট ২০২৫ ২০:৫৯

ছবি ‍সংগৃহিত

বাংলা সংগীতের তরুণ প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী সোমনূর মনির কোনাল। সিনেমার গান থেকে শুরু করে একক সংগীত—সবখানেই তাঁর কণ্ঠ পেয়েছে শ্রোতার ভালোবাসা। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর নতুন গান ‘ময়না’, যা এরই মধ্যে শ্রোতাদের মধ্যে তুমুল সাড়া ফেলেছে। গানটি প্রকাশের মাত্র চার দিনের মাথায় ইউটিউবের ট্রেন্ডিং তালিকায় উঠে আসে তিন নম্বরে।

সিনেমার গান নয়, তবে সিনেমার গানে যে আয়োজন থাকে, তার চেয়ে কোনো অংশে কমতি ছিল না; বরং বেশিই ছিল। শুধুই কি আয়োজন? গানের পুরো টিমও সিনেমারই মানুষ। বুবলী, জীবন, কোনাল, আসিফ ইকবাল, আকাশ সেন সবাই সিনেমাতে দারুণভাবে পরীক্ষিত। তই ময়না হয়ে উঠল যেন সিনেমার গান। তবে এই গানের শুরুর গল্প কিন্তু ভিন্ন। এত বড় আয়োজনে গানটি তাঁর কিছুই জানতেন না কণ্ঠশিল্পী কোনাল। তাঁর ভাষ্য, গীতিকার আসিফ ইকবাল ভাইয়ের কাছে গানটি প্রথমবার শুনেই আমি ‘হ্যাঁ’ বলে দিয়েছিলাম। তখনও জানতাম না ভিডিওতে কাকে নেওয়া হবে, কীভাবে শুট হবে কিংবা গানটির প্রচারের পরিকল্পনা কী। শুধু গানটির কথা আর সুর এত সুন্দর লেগেছিল যে, আর না বলার সুযোগই ছিল না।

আনন্দের নাম বুবলী
গানটির আরেকটি বিশেষ দিক হলো এর মাধ্যমে প্রথমবারের মতো কোনো মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন অভিনেত্রী শবনম বুবলী। এ প্রসঙ্গে কোনাল বলেন, “বুবলী আমার গানেই প্রথমবার মিউজিক ভিডিও করেছেন, এটা আমার জন্য আলাদা আনন্দের বিষয়। আমি পর্দার পেছনের মানুষ, কণ্ঠ দিই। কিন্তু একজন অভিনেত্রী যদি সেই গানকে পর্দায় প্রাণবন্তভাবে ফুটিয়ে তুলতে পারেন, সেটা গায়কের জন্য ভীষণ আনন্দের। বুবলী দারুণ অভিনেত্রী, পাশাপাশি নাচেও অসাধারণ। তাই এই গানটির ভিডিও আরও উজ্জ্বল হয়ে উঠেছে। তাই বুবলীর মতো অভিনেত্রীকে আমার গানে পেয়ে সত্যিই আমি আনন্দিত।

বুবলীকে ময়না নামেই ডাকব
বুবলীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের কথাও জানিয়েছেন কোনাল। তিনি বলেন, “বুবলী আমাকে আপু বলেই ডাকে, আমিও তাকে বুবলী বলেই ডাকি। তবে এখন থেকে মনে হয় তাকে ‘ময়না’ ডাকতে হবে।”

অনেক কিছুই প্রথম
কোনালের মতে, ‘ময়না’ গানটিতে অনেকগুলো ‘প্রথম’-এর ঘটনা একসঙ্গে ঘটেছে। এর মধ্যে অন্যতম হলো— চলচ্চিত্রের বাইরে আসিফ ইকবালের লেখা গান তিনি প্রথমবার গাইলেন আকাশ সেনের সুরে। পাশাপাশি বুবলীর এটি প্রথম মিউজিক ভিডিও। শরাফ আহমেদ জীবনকেও প্রথমবার মিউজিক ভিডিওতে দেখা গেছে। এমনকি সহশিল্পী নিলয়ের সঙ্গেও কোনালের এটি প্রথম কাজ।

কোনাল বলেন, ‘মেঘের নৌকা’ থেকে শুরু করে আসিফ ভাইয়ের লেখা অনেক গান করেছি। ‘প্রিয়তমা’ তো অসামান্য জনপ্রিয়তা পেয়েছে। তবে সেসব চলচ্চিত্রের গান। এবার প্রথমবার ফিল্মের বাইরে একসঙ্গে গান করলাম। এটি সত্যিই বিশেষ একটি অভিজ্ঞতা।

শুটিংয়ের অভিজ্ঞতা
যদিও কোনাল নিজে ভিডিওতে পারফর্ম করেননি, তবে তিনি শুটিং সেটে উপস্থিত ছিলেন। পরিচালক অংশুর কাজ দেখে মুগ্ধ হয়েছেন তিনি। কোনালের ভাষ্য, অংশু ভাই সত্যিই মারাত্মক পারফেকশনিস্ট। প্রতিটি দৃশ্য নিখুঁতভাবে সাজিয়ে তুলেছেন। তাঁর পরিচালনায় ‘ন ডরাই’ আমরা সবাই দেখেছি এবং মুগ্ধ হয়েছি। ‘ময়না’র শুটিংয়েও দেখেছি তিনি প্রতিটি শট কীভাবে যত্ন নিয়ে তৈরি করছেন। গানটির সুর করেছেন আকাশ সেন। তাঁর সুরের প্রশংসা করে কোনাল বলেন, আকাশ এমন ধরনের কমার্শিয়াল সুর তৈরি করতে জানেন, যা সহজেই মানুষের মনে জায়গা করে নেয়। তাঁর গানগুলো তাই জনপ্রিয় হয়। অন্যদিকে আসিফ ভাই একদিকে যেমন দারুণ অ্যাস্থেটিক কথার গান লিখতে পারেন, আবার সহজ কথার গানও লিখে ফেলেন। এই গানেও সেটা স্পষ্ট।

সাম্প্রতিক কাজ
ময়নার কিছুদিন আগে ধ্রুব মিউজিক স্টেশন থেকে প্রকাশিত হয়েছে ‘আমার কী হও তুমি’, যেখানে সহশিল্পী ছিলেন আমিনুল ইসলাম। আগামীতে আরও দুটি নতুন গান প্রকাশের কথা রয়েছে, যেগুলোর ভিডিও ইতোমধ্যেই তৈরি। এ ছাড়া এনামুল করিম নির্ঝরের একটি প্রজেক্টে গান করেছেন তিনি, পাশাপাশি নাটকের গানেও নিয়মিত কণ্ঠ দিচ্ছেন। তবে প্লেব্যাক নিয়ে এখনই কিছু বলতে চাননি কোনাল। তাঁর ভাষায়, প্লেব্যাকের বিষয়ে আগে থেকে কিছু বলা যায় না। কারণ শেষ মুহূর্তে অনেক কিছুই বদলে যায়। তাই সময় হলেই জানানো যাবে।”

সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা
গানটির জন্য আমার অনেক সহকর্মীরা আমাকে শুভ কামনা জানিয়েছেন, তারা ভালোবাসা পাঠিয়েছেন। অনেকে আমাকে মেসেজ করেছেন। গানটি শেয়ার করেছেন। বিষয়টিতে আমি যারপরনাই মুগ্ধ। তাঁর প্রতি কৃতজ্ঞ আমি। আসল বাইরের যারা রয়েছেন। যাদের সঙ্গে আমাদের গণমাধ্যমের থ্রোতে সম্পর্ক, বা কাজের কারণে পছন্দ করেন। তাদের সঙ্গে আমাদের সম্পর্কটা যে রকম হয় নিজের কমিউনিটি বা সহকর্মীদের সঙ্গে কিন্তু তেমন নয়। এখানকার সম্পর্কের অন্য সংজ্ঞা। অন্যরকম ভালো লাগা। সহকর্মীরা আমার গান শেয়ার করে ও আমার গান নিয়ে কিছু বলে অনেক বড় মনের পরিচয় দিয়েছেন। তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top