আনুশকার প্রেমে পড়েন রণবীর-অর্জুন দুজনেই
প্রকাশিত:
২ আগস্ট ২০২৫ ১৮:৩৪
আপডেট:
২ আগস্ট ২০২৫ ২২:৩৫

বলিউডে তারকাদের বন্ধুত্ব ও সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন নতুন কিছু নয়। ঠিক তেমনই এক পুরনো ঘটনার কথা উঠে এসেছে ফের আলোচনায়, যা ঘটেছিল জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এর একটি পর্বে।
সেই অনুষ্ঠানে নির্মাতা করণ জোহরের মুখে এমন এক বিস্ফোরক মন্তব্য শুনে রীতিমতো অবাক হয়ে গিয়েছিলেন অভিনেত্রী আনুশকা শর্মা।
ঘটনার শুরু ‘কফি উইথ করণ’-এর এক পর্বে। যেখানে হঠাৎ করে আনুশকার উদ্দেশে করণ জোহার বলে ফেলেন, “আমি জানি অর্জুন তোমাকে ভালোবাসে। ও আমাকে বলেছে।”
এমন মন্তব্যে হতবাক হয়ে আনুশকা সঙ্গে সঙ্গে বলে ওঠেন, “আর ইউ ক্রেজি?” (‘তুমি পাগল নাকি?’)
মুহূর্তেই বিষয়টি সামলে নেন করণ। নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে তিনি বলেন, “আমি জানি অর্জুন তোমাকে ভালোবাসে। ও আমাকে সেটা বলেছে।”
অর্জুন কাপুর নিজেও বিষয়টি সহজভাবেই নিয়েছিলেন। তবে করণের এই মন্তব্যের পর থেকেই শুরু হয় গুঞ্জন—তবে কি আনুশকাকে পছন্দ করতেন অর্জুন?
শোনা যায়, বি-টাউনের এক অভিনেতা আনুশকার প্রেমে পড়েছিলেন। প্রেমের প্রস্তাব নাকি নিজের মতো করে প্রত্যাখ্যান করেছিলেন অভিনেত্রী। তবে চেনা কায়দায় সেই অভিনেতাকেও ‘শুধুমাত্র বন্ধু’র আখ্যা দিয়েছিলেন তিনি।
সেই অভিনেতার পদবীও নাকি কাপুর! বলিপাড়ায় কান পাতলে শোনা যায়, আনুশকার প্রেমে পড়েছিলেন রণবীর কাপুরও। তবে সেই প্রেম আনুশকার কাছে মোটেই স্বীকৃতি পায়নি। নিজেদের বরাবরই ভালো বন্ধু বলেই দাবি করে এসেছেন দুই তারকা।
তবে আনুশকার প্রতি অর্জুন কাপুরের যে ভালোলাগা ছিল তা শুধু করণ নন, ফাঁস করেছিলেন রণবীর কাপুরও। আনুশকা এই প্রসঙ্গে বলেছিলেন, ‘আরে, আমি সেনা পরিবারের মেয়ে। ছোট থেকে যে শুধু মেয়েদের সঙ্গে রান্নাবাটি খেলে বড় হয়েছি, এমন নয়। আমি ছেলেদের সঙ্গে খেলাধুলো করেছি। তাই ছেলেদের সঙ্গে বন্ধুত্বে কোনও অসুবিধা হয় না।”
তবে শোনা যায়, অভিনেতা রণবীর সিং-এর সঙ্গে এক সময়ে সম্পর্কে জড়িয়েছিলেন আনুশকা। তবে সেই সম্পর্ক স্থায়ী হয়নি। তারপরেই ক্রিকেট তারকা বিরাট কোহলি আসে অভিনেত্রীর জীবনে। ২০১৭-র ডিসেম্বরে বিদেশে গিয়ে বিয়ে সেরেছিলেন আনুশকা ও বিরাট। এখন তারা দুই ছেলে মেয়ে ভামিকা ও আকায়ের মা-বাবা।
বর্তমানে এই তারকা জুটি থাকেন লন্ডনে। ছেলে-মেয়েকে এখন নিজের বেশিরভাগ সময়টাই দেন আনুশকা। তাই বর্তমানে অভিনয় জগৎ থেকে দূরেই রয়েছেন তিনি।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: