শনিবার, ১৬ই আগস্ট ২০২৫, ১লা ভাদ্র ১৪৩২

Shomoy News

Sopno


বাংলাদেশে ‘ধূমকেতু’ চালাতে চায় টালিউড, ফারুকীকে অনুরোধ প্রযোজকের


প্রকাশিত:
১৬ আগস্ট ২০২৫ ১১:০১

আপডেট:
১৬ আগস্ট ২০২৫ ১৩:৫৮

ছবি ‍সংগৃহিত

ওপার বাংলায় দেব-শুভশ্রী জুটির ‘ধূমকেতু’ জ্বরে কাঁপছে দর্শক। মুক্তির দিন (১৪ আগস্ট) সকাল থেকেই প্রেক্ষাগৃহে উপচে পড়েছে দর্শকের ভিড়; প্রতিটি শো-ই চলছে হাউজফুল। এমন সময়ে বাংলাদেশেও সিনেমাটি মুক্তি দিতে যায় সংশ্লিষ্টরা; এ নিয়ে ইতোমধ্যে সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সারওয়ার ফারুকীর উদ্দেশে একটি বিশেষ আবেদনও জানিয়েছেন প্রযোজক রানা সরকার।

শুক্রবার (১৪ আগস্ট) সামাজিক মাধ্যমে রানা সরকার লেখেন, ‘বাংলাদেশে ধূমকেতু রিলিজ দিতে আমরা আগ্রহী। বাংলাদেশ সরকারকে অনুরোধ করছি, বাংলাদেশের অগণিত সিনেমাপ্রেমী মানুষের বাংলা সিনেমার প্রতি ভালোবাসাকে সম্মান জানিয়ে আমাদের অনুমতি দিন। বাংলাদেশ সরকার ও মাননীয় উপদেষ্টা মোস্তফা সারওয়ার ফারুকী আমাদের আবেদন মঞ্জুর করুন।’

এই প্রযোজক আরও লিখেছেন, ‘বাংলাদেশের দেব-শুভশ্রী ফ্যান ও দর্শক বন্ধুদের অনুরোধ করছি, আপনারা বাংলাদেশে রিলিজের জন্য সরকারকে অনুরোধ করুন।’

বাংলাদেশেও রয়েছে দেব-শুভশ্রী জুটির জনপ্রিয়তা। অতীতে তাদের অভিনীত একাধিক ছবি দুই বাংলার দর্শকের কাছ থেকে বিপুল ভালোবাসা পেয়েছে। দীর্ঘ ১০ বছর একসঙ্গে কাজ না করলেও তাদের জনপ্রিয়তায় ভাটা পড়েনি। তাই এত বছর পর ‘ধূমকেতু’ মুক্তি পেতেই দুই বাংলার দর্শকের উচ্ছ্বাস এখন চোখে পড়ার মতো।

জানা গেছে, প্রথম দিনেই সিনেমাটি ২ কোটি ১০ লাখ আয় করে এক অনন্য রেকর্ড গড়েছে। দেব-শুভশ্রী অভিনীত এ সিনেমাটি পরিচালনা করেছেন কৌশিক গাঙ্গুলী।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top