শাকিবের ছবিতে তানজিন তিশা, যা বললেন অভিনেত্রী
প্রকাশিত:
১৮ আগস্ট ২০২৫ ১৭:০৭
আপডেট:
১৮ আগস্ট ২০২৫ ২০:১৮
পর্দায় চরিত্রকে জীবন্ত করে তুলতে জুড়ি মেলা অভিনেত্রী তানজিন তিশার। কাজ করেছেন অসংখ্য জনপ্রিয় নাটক ও ওয়েব সিনেমায়। নাম লিখিয়েছেন টলিউড সিনেমায়। ভারতের নির্মাতা এমএন রাজের ‘ভালোবাসার মরসুম’ ছবিতে অভিনেতা গৌরব রায় চৌধুরী সঙ্গে জুটি বেঁধেছেন তিশা। এবার গুঞ্জন উঠেছে মেগাস্টার শাকিব খানের ঈদুল ফিতরের সিনেমায় দেখা যাবে এ অভিনেত্রীকে।
বিষয়টি নিয়ে কথা বলতে যোগাযোগ করা হলে মুখ খোলেননি তানজিন তিশা। তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কিছুই জানি না। যখন জানব তখন আপনাদের জানাব।’
সংবাদমাধ্যমকে একাধিক সূত্র জানিয়েছে, আগামী সেপ্টেম্বরের ১০ তারিখ শুটিং শুরু হবে সিনেমাটির। এরমধ্যে সব শিল্পী নির্বাচন শেষ হয়েছে। শিগগিরই আসবে আনুষ্ঠানিক ঘোষণা। এটি আগামী বছরের ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
শুরুতে জানা গিয়েছিল, শাকিবকে সেনা কর্মকর্তার চরিত্রে দেখা যাবে ছবিতে। তবে একাধিক সূত্র জানিয়েছে সেনা কর্মকর্তা না, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সাবেক এক দক্ষ এজেন্টের ভূমিকায় দেখা যাবে তাকে। ক্যারিয়ারে একাধিক লোমহর্ষক অপারেশন সম্পন্ন করেছে যে।
জানা গেছে, ছবির বেশিরভাগ অংশের শুটিং হবে থাইল্যান্ডে। পাশাপাশি দেশেও হবে দৃশ্যধারণের কাজ। এতে কাজ করবেন বলিউড ও দক্ষিণ ভারতীয় টেকনিক্যাল ক্রু যুক্ত থাকবেন। এরইমধ্যে নেওয়া হয়েছে সরকারের অনুমতি।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: