জাহিদ হাসানকে যে দোয়া শিখিয়েছেন হুমায়ূন আহমেদ
প্রকাশিত:
১৯ আগস্ট ২০২৫ ১৩:৪২
আপডেট:
১৯ আগস্ট ২০২৫ ১৫:৪৭

জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসানের ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ একটি নাম হুমায়ূন আহমেদ। জনপ্রিয় এ উপন্যাসিকের নির্মাণে নিয়মিত দেখা যেত অভিনেতাকে। বলা যায় জাহিদের ক্যারিয়ারে যতটুকু ভালো তার অনেকটা-ই কথার যাদুকরের অবদান।
কাজের খাতিরে মিশতে গিয়ে উপন্যাসিকের সঙ্গে সম্পর্কও হয়েছিল সৌহার্দপূর্ণ। জাহিদ হাসানকে একটি দোয়া শিখিয়েছিলেন হুমায়ূন আহমেদ। সম্প্রতি রশীদ খানের পডকাস্টে অতিথি হয়ে আসেন জাহিদ হাসান। সেখানে জানান বিষয়টি।
রুম্মান রশীদ খান জাহিদকে বলেন, ‘আপনি নয় বছর আগে আমাকে একটি দোয়া শিখিয়েছিলেন। সেটা কিন্তু আমি আজও বহন চলেছি। যেকোনো কাজ কিংবা অনুষ্ঠানের আগে সবসময় পড়ি ইয়া মুকাদ্দিমু, ইয়া মুকাদ্দিমু, ইয়া মুকাদ্দিমু। মানে হচ্ছে, আল্লাহ পাক আমাকে জয়ী করো।’
এ সময় জাহিদ হাসান বলেন, ‘এটা আমার শেখা। আমি নিজে তো আর সবকিছু জানি না। অনেক কিছু আমাকে শিখিয়েছেন। এটাও শিখিয়েছেন। এই শেখাটা হুমায়ূন আহমদের কাছ থেকে। হুমায়ূন ভাই একদিন বললেন, জাহিদ শোনো, প্রথমে আলহামদুলিল্লাহর সূরা পড়ো, তারপর তিনবার কূল পড়ে ইয়া মুকাদ্দিমু তিনবার বলে বুকে ফু দিয়ে শুটিংয়ে যাও। আমি বললাম হুমায়ূন ভাই এটা কীসের জন্য? বললেন, এর মানে হচ্ছে আল্লাহ পাক আমাকে জয়ী করো। এমনিতেই ওনার কথা বিশ্বাস করতাম। তারপর আল্লাহ পাককে সাক্ষী রেখে বা বলে যখন কোনো কাজ হয় জন্মগতভাবে যেহেতু মুসলিম তখন বিশ্বাসটা আরও বেড়ে যায়।’
এ সময় রশীদ খান বলেন, ‘কথাটা ঠিক। কারণ আমি যখন দোয়াটা পড়ি তখন এক ধরনের পাওয়ার কাজ করে। মনে হয়, সবকিছু সুন্দরভাবেই হবে।’
গেল কোরবানি ঈদে মুক্তি পেয়েছে জাহিদ হাসান অভিনীত ‘উৎসব’ সিনেমা। এতে তিনি ছাড়াও অভিনয় করেছেন জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মানসহ অনেকে। সিনেমাটির গল্প লিখেছেন তানিম নূর, আয়মান আসিব স্বাধীন, সুস্ময় সরকার ও সামিউল ভূঁইয়া। চিত্রনাট্য ও সংলাপ করেছেন আয়মান আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়া। পরিচালনা করেছেন তানিম নূর।
এসএন/রুপা
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: