মঙ্গলবার, ১৯শে আগস্ট ২০২৫, ৪ঠা ভাদ্র ১৪৩২

Shomoy News

Sopno


এবার রজনীকান্তের সিনেমায় মিঠুন


প্রকাশিত:
১৯ আগস্ট ২০২৫ ১৭:৫১

আপডেট:
১৯ আগস্ট ২০২৫ ২০:২৭

ছবি ‍সংগৃহিত

মিঠুন চক্রবর্তীর রাজত্ব টলিউড-বলিউডে। অন্যদিকে রজনীকান্ত দক্ষীণ চলচ্চিত্রাঙ্গনের রাজা। এবার ভারতীয় বিনোদন অঙ্গনের দুই সুপারস্টার এক হচ্ছেন। ‘জেলার ২’ছবিতে দেখা যাবে তাদের। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

এরইমধ্যে শুরু হয়েছে ছবির শুটিংয়ের কাজ। মিঠুনু যোগ দিয়েছেন। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে। চলতি সপ্তাহে যোগ দেবেন রজনী। ছবির পরিচালক নেলসন দিলীপকুমার।

তবে মিঠুন-রজনীর স্ক্রিন শেয়ারের ঘটনা এবার-ই প্রথম না। এর আগেও এক হয়েছেন এ দুই মহীরুহ। মিঠুনের ‘ভ্রষ্টাচার’ ও ‘ভাগ্য বিধাতা’তে ক্যামিও চরিত্রে ধরা দিয়েছিলেন রজনীকান্ত। এবার ফের একসঙ্গে দেখা যাবে দু’জনকে।

‘জেলার’ মুক্তি পায় ২০২৩ সালে। এটিরও পরিচালক ছিলেন নেলসন দিলীপকুমার। ৬০০ কোটি রুপি ঘরে তুলেছিল ছবিটি। এর সিক্যুয়েলের শুটিং চেন্নাই-সহ ভারতের বিভিন্ন জায়গায়।

এদিকে সিনেমা হলে রমরমিয়ে চলছে রজনীকান্তের ‘কুলি’। ১৪ আগস্ট মুক্তিপ্রাপ্ত ছবিটি এরইমধ্যে তুলে নিয়েছে ৪০০ কোটি রুপি। ছবিটিতে তার সঙ্গে দেখা গেছে আমির খানকেও। এবার দেখা মিলবে মিঠুনের।

এসএন/রুপা


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top