সোমবার, ২৫শে আগস্ট ২০২৫, ১০ই ভাদ্র ১৪৩২

Shomoy News

Sopno


তৌহিদ আফ্রিদির গ্রেফতারে যা বললেন ভারতীয় কনটেন্ট ক্রিয়েটর মাঞ্চু দাদা


প্রকাশিত:
২৫ আগস্ট ২০২৫ ১৭:৩৬

আপডেট:
২৫ আগস্ট ২০২৫ ২২:৩০

ছবি ‍সংগৃহিত

জুলাই হত্যা মামলার আসামি জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে বরিশাল থেকে গ্রেফতার করা হয়েছে। রোববার (২৪ আগস্ট) রাতে তাকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তৌহিদ আফ্রিদির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

কনটেন্ট ক্রিয়েটর হিসেবে দেশ এবং দেশের বাইরে পরিচিতি রয়েছে তৌহিদ আফ্রিদি। ফলে দেশের বাইরের কনটেন্ট ক্রিয়েটররাও গুরুত্ব সহকারে নিয়েছেন তার গ্রেফতারের খবর। এ তালিকায় আছেন পশ্চিমবঙ্গের কনটেন্ট ক্রিয়েটর মাঞ্চু দাদা।

সামাজিক মাধ্যমে তৌহিদ আফ্রিদিকে নিয়ে লিখেছেন মাঞ্চু। তৌহিদ আফ্রিদিকে গ্রেফতারের পর অনেকেই বলছেন তার বন্ধুদের কথা। একসময় এ কনটেন্ট ক্রিয়েটরের আশেপাশে তার মৌমাছির মতো ভিড়ে থাকলেও দুঃসময়ে টুশব্দ করছেন না কেউ। এ অবস্থায়, গ্রেফতার তৌহিদ আফ্রিদিকে ভেবে বন্ধু বানানোর পরামর্শ দিয়েছেন মাঞ্চু।

আজ সোমবার নিজের ফেসবুকে মাঞ্চু লিখেছেন, তৌহিদ উদ্দিন আফ্রিদি ছেলেটাকে বং গাইয়ের ভিডিওতে কলকাতা ভ্লগ করতে দেখেছি। পার্সোনালি খারাপ না ভিডিওগুলো।

এরপর লেখেন, বাংলাদেশের মানুষদের জন্যে অনেক কিছু দিয়েছে, অনেক গরিব মানুষের জন্যে অনেক কিছু দিয়েছে। রাজনীতি জন্যে পুলিশ আটক করছে। নিউজে দেখলাম তার এতো বন্ধু তারা কোথায় আজ! বন্ধু তৌহিদ পৃথিবীতে বন্ধু ভেবে বানিয়েও।

এর আগে গত ১৭ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও আন্দোলনকারীদের হত্যার অভিযোগে যাত্রাবাড়ী থানার এক মামলায় গুলশান থেকে গ্রেফতার করা হয় বেসরকারি টেলিভিশন চ্যানেল মাইটিভির চেয়ারম্যান ও তৌহিদ আফ্রিদির বাবা মো. নাসির উদ্দিন সাথীকে। রিমান্ড শেষে বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

এসএন/রুপা


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top