সোমবার, ১৫ই সেপ্টেম্বর ২০২৫, ৩১শে ভাদ্র ১৪৩২

Shomoy News

Sopno


‘অ্যানিমেল’-এ রণবীরের শয্যা সঙ্গী এবার শাহিদ কাপুরের ছবিতে


প্রকাশিত:
১৫ সেপ্টেম্বর ২০২৫ ১২:২৪

আপডেট:
১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৪:১৩

ছবি- সংগৃহীত

প্রতিবছর ভালোবাসা দিবসকে ঘিরে বলিউডে সিনেমা মুক্তির হিড়িক লাগে। ২০২৬ সালের ভালোবাসা দিবসকে কেন্দ্র করে এরমধ্যে দৌড়ঝাঁপ শুরু করেছেন বলিউড তারকা, পরিচালক এবং প্রযোজকরা। গতকাল চলচ্চিত্র প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন আসন্ন ভালোবাসা দিবসের ছবির নাম। শাহেদ- তৃপ্তি জুটির প্রথম সিনেমা ‘ও রোমিও’।

প্রযোজক সাজিদ সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে আসন্ন ভালোবাসা দিবসের ছবির পোস্টার প্রকাশ করেছেন। এই ছবিতে প্রথমবারের মতো একসঙ্গে দেখা যাবে বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহিদ কাপুর এবং তৃপ্তি দিমরিকে। এছাড়াও ‘ও রোমিও’ ছবিতে আছেন নানা পটেকর। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছেন সাজিদ নাদিয়াদওয়ালা এবং বিশাল ভরদ্বাজ।

ছবির ফার্স্ট লুকে দেখা গেছে একজন ব্যক্তি একটি কাউবয় টুপি পরে আছেন এবং নিজের মুখ ঢেকে রয়েছেন। অনুরাগীরা ধারণা করছেন আড়লে শাহিদ কাপুর। অভিনেতার হাতে একটি ট্যাটু। ‘ও রোমিও’ অ্যাকশন থ্রিলার ছবি হলেও ভরপুর রোমান্স সিনেমায় থাকবে।

‘ও রোমিও’ তে অভিনয়ের মাধ্যমে বিশাল ভরদ্বাজ প্রযোজিত তৃতীয় সিনেমায় কাজ করছেন শাহিদ। এর আগে এ প্রযোজকের দুইটি সিনেমা, ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘হায়দার’ এবং ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘কামিনে’ ছবিতে দেখা গিয়েছিল অভিনেতাকে।

বলে রাখা ভালো, শাহিদকে সবশেষ দেখা গিয়েছিল ‘দেবা’ সিনেমায়। ছবিটি মুক্তি পায় গত বছরের জানুয়ারি মাসে। সিনেমাটি মুক্তির পর বলিউড বক্স অফিসে ব্যবসা করতে পারেনি। এই সিনেমায় শাহিদের বিপরীতে ছিলেন পূজা হেগড়ে। অন্যদিকে তৃপ্তির সর্বশেষ অভিনীত সিনেমা ‘ধড়ক ২’। ছবিটি মুক্তির পর বেশ ভালোই ব্যবসা করেছিল।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top