প্রেমের নামে দিনের পর দিন নির্যাতন, নৃত্যশিল্পীর মুখোশ খুললেন অভিনেত্রী
প্রকাশিত:
২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৭:২৩
আপডেট:
২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৯:০৭

কলকাতার এক নৃত্যশিল্পীর সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন টালিউড অভিনেত্রী নয়না গাঙ্গুলি। তার অভিযোগ, সেই প্রেমের নামে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার তিনি। বিষয়টি নিয়ে তিন বছর চুপ থাকার পর সম্প্রতি সামাজিক মাধ্যমে ভয়ঙ্কর অভিজ্ঞতা শেয়ার করেন। জানান, আর নীরব থাকবেন না অভিনেত্রী।
এক পোস্টে নয়না জানান, ‘কিছু ব্যক্তিগত বিষয় এবার আপনাদের জানানোর সময় এসেছে। তিন বছর ধরে আমি কোনো মাধ্যমে সেভাবে আর কাজ করিনি। কাজ না করার কারণটা ভীষণ ব্যক্তিগত ছিল। তবে এবার বাধ্য হলাম সামনে আসতে।’
অভিনেত্রী লেখেন, ‘কলকাতার এক কোরিওগ্রাফারের সঙ্গে শেষ কিছু বছর আমি সম্পর্কে ছিলাম। কিন্তু এবার এই প্রেম ও ভালোবাসার সম্পর্কে থাকার মাশুল গুনতে হচ্ছে। দিনের পর দিন অত্যাচার, শারীরিক নির্যাতনে আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। এবং আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছি। এবার তার নাম ও পরিচয় আপনাদের সামনে আনতে চলেছি।’
অভিযুক্ত প্রেমিকের সঙ্গে নয়না তিন বছর ধরে সম্পর্কে ছিলেন বলেও জানান। অভিনেত্রীকে ছাড়াও সে অন্য নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে। এমনকি তার সঙ্গে লিভ ইন ও চলে। সেই কথা অভিনেত্রী জানতে পেরে যাওয়ায় অভিযুক্ত সেই অভিযোগ পুরোপুরি নাকচ করে দেয়।
এদিকে নয়নার অভিযোগের ভিত্তিতে কলকাতার পাটুলি থানা টুবান চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে। সোমবার তাকে আদালতে তোলা হয়।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: