নুসরাতের সঙ্গে কী কথা হয়েছে, জানালেন দেব
প্রকাশিত:
১৫ সেপ্টেম্বর ২০২১ ১৬:৫০
আপডেট:
২৬ এপ্রিল ২০২৫ ১৪:৪৯

প্রথমবারের মতো মাতৃত্বের স্বাদ উপভোগ করেছেন টালিউড অভিনেত্রী নুসরাত জাহান। কিন্তু সন্তান জন্মের পর থেকে বিতর্ক যেন পিছু ছাড়ছে না নায়িকার। বিতর্ক-সমালোচনার মূল বিষয় সন্তানের পিতৃপরিচয়।
সমালোচকরা বলছেন, নুসরাতের সন্তানের বাবা হলেন তার প্রেমিক যশ দাশগুপ্ত। এ বিষয়ে মুখ খোলেননি নায়িকা।
তীর্যক সমালোচনার মধ্যেও নুসরাতের পাশে দাঁড়িয়েছেন তার সহ-অভিনেতারা। টালিউড তারকা ও সংসদ সদস্য দেব এবার নুসরাত ইস্যুতে খোলামেলা কথা বলেছেন।
সন্তানের পিতৃপরিচয় প্রকাশে অনিচ্ছুক নুসরাত। সহকর্মীর সিদ্ধান্তকে সম্মান জানিয়ে দেব বলেন, ঈশানের জন্মের পর নুসরাতের সঙ্গে তার কথা হয়েছে। নুসরাত বুদ্ধিমতি। এটি তার ব্যক্তিগত বিষয়। ভুল-ঠিক উনি ভালো বোঝেন। নুসরাত নিশ্চয়ই কিছু ভালো ভেবেই নিজের জীবন নিয়ে এ সিদ্ধান্ত নিয়েছেন। আমাদের বিষয়টি মেনে নিতে হবে।
নুসরাতকে তার মতো বাঁচতে দেওয়ার আহ্বান জানিয়ে দেব বলেন, নুসরাতের কোলে ঈশান এসেছে, এবার জীবনটা ওর নিজের শর্তে বাঁচতে দিন ওকে। সেটি যশ (যশ দাশগুপ্ত) হোক বা অন্য কেউ। তাদের জীবনের সিদ্ধান্ত নিজেদের মুখে জানানোর সময় ও সুযোগ দিন। আমাদের প্রত্যেকেরই ব্যক্তিগত জীবন আছে। নুসরাত সংসদ সদস্য ও অভিনেত্রী বলে কী ওর ব্যক্তিগত জীবন থাকতে পারে না?
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: