ছবি পোস্ট করে বিপাকে পড়লেন শ্রাবন্তী!
প্রকাশিত:
২৯ অক্টোবর ২০২১ ১৭:৪৯
আপডেট:
২৫ এপ্রিল ২০২৫ ০৪:২৪

পরনে ব্ল্যাক জিনস ও সাদার উপর গোলাপি ফুলের ফ্লোরাল ক্যাজুয়াল শার্ট। চোখে রোদ চশমা। এক হাতে হাতিরশুড় ধরে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন টলিউডের বহু আলোচিত-সমালোচিত অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি।
সোশ্যাল মিডিয়ায় এসব ছবি পোস্ট করার পর আবারও ট্রলের শিকার হলেন শ্রাবন্তী। বরং কটাক্ষের মুখে পড়েছেন তিনি।
‘নোংরা’ ভাষায় মন্তব্য করছেন নেটিজেনরা। সঞ্জনা ফারিয়াহ নামে একজন লিখেছেন, ‘দুইটা কিউট হাতি। সুন্দর লাগছে।’
জান্নাত জাহান নামে একজন লিখেছেন, ‘পারফেক্ট কাপল।’ সোহানুর রহমান নামে একজন লিখেছেন, ‘এইবার ঠিক আছে।’ এমন অসংখ্য মন্তব্যে ভরে আছে কমেন্ট বক্স। নেটিজেনদের শব্দ চয়ণ ‘অশ্লীল’ হওয়ায় যা প্রকাশ করা যাচ্ছে না।
প্রসঙ্গত, ব্যক্তিগত জীবনে স্বামী রোশান সিংয়ের সঙ্গে এক বছর ধরে আলাদা থাকছেন শ্রাবন্তী। স্ত্রীর সঙ্গে পুনরায় সংসার করার জন্য মামলা দায়ের করেছেন রোশান। কিন্তু তাতে সায় না দিয়ে বিয়েবিচ্ছেদ চেয়ে আদালতে মামলা করেছেন শ্রাবন্তী।
আপনার মূল্যবান মতামত দিন: