আবারও জুটি বাঁধছেন মীর-স্বস্তিকা!
প্রকাশিত:
২৮ নভেম্বর ২০২১ ০৬:৫৫
আপডেট:
২৬ এপ্রিল ২০২৫ ০৫:৪৮

এবার এক সাথে ‘বিজয়ার পরে’ নামে একটি সিনেমায় জুটি বাঁধছেন মীরাক্কেল খ্যাত মীর আফসার আলি ও জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী। ‘মাইকেল’ নামে একটি সিনেমার পর আবারও তারা এক হতে যাচ্ছেন।
নতুন ছবিটি নির্মাণ করবেন কলকাতার জনপ্রিয় বিজ্ঞাপন নির্মাতা অভিজিৎ শ্রী দাস। অভিজিৎ তার সিনেমা নিয়ে বলেন, ‘দুর্গোৎসবের প্রেক্ষাপটে কিছু গুমোট অভিমান, কিছু মন কেমন করা অনুভূতি আসবে এ সিনেমায়।’
ছবিটি প্রযোজনা করছে এসআর জুপিটার মোশন পিকচার্স। নিবেদনে এসআর জুপিটার ক্রিয়েশন।
ছবিতে মীর-স্বস্তিকা ছাড়াও অভিনয় করবেন দীপঙ্কর দে, মমতা শঙ্কর, স্বস্তিকা মুখোপাধ্যায়, মীর আফসর আলি।
আপনার মূল্যবান মতামত দিন: