এক সিনেমায় অমিতাভের নাতি, শাহরুখ-শ্রীদেবীর মেয়ে
প্রকাশিত:
১৬ মে ২০২২ ২১:৫১
আপডেট:
১৬ মে ২০২২ ২১:৫২

বলিউডের তিন স্টারকিডের ডেবিউ হতে যাচ্ছে একই সিনেমায়। সিনেমাটি পরিচালনা করবেন ফারহান আখতারের বোন তথা জাবেদ আখতারের মেয়ে পরিচালক জোয়া আখতার।
যে তিন স্টারকিডকে এ ছবিতে দেখা যাবে তারা হলেন- বলিউডের বাদশা শাহরুখ খানের মেয়ে সুহানা খান, শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুর এবং অমিতাভ বচ্চনের নাতি তথা শ্বেতা নন্দার ছেলে অগস্ত্য নন্দাকে।
সাইফ আলী খানের ছেলে ইব্রাহিম আলি খানকেও এ ছবিতে দেখা যাবে বলে খবর রয়েছে।
তিন স্টারকিডের একই সিনেমায় ডেবিউয়ের খবর আসতেই শুরু হয়েছে আবার ‘নেপোটিজম’ নিয়ে বিতর্ক। সম্প্রতি সিনেমাটির টিজার প্রকাশ পেয়েছে।
জোয়া আখতার সম্প্রতি ইনস্টাগ্রামে জনপ্রিয় কমিক চরিত্র আর্চির একটি ছবি পোস্ট করেছিলেন। তার ক্যাপশনে জোয়া লিখেন, এবার দেশি রূপে আর্চি আসছে, সঙ্গে বলিউডের নতুন প্রজন্ম।
আর এই সিনেমা রিলিজ হতে চলেছে ওটিটি প্লাটফর্ম নেটফ্লিক্সে, এই কথাও তিনি জানিয়েছিলেন তার পোস্টের মাধ্যমেই। দর্শকের মনে কতটা দাগ কাটতে পারেন এই স্টারকিডরা, সেটাই এখন দেখার বিষয়।
এসএন/তাজা/২০২২
সম্পর্কিত বিষয়:
আর্চি
আপনার মূল্যবান মতামত দিন: