বৃহঃস্পতিবার, ৮ই মে ২০২৫, ২৫শে বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


জানিয়েছে আইসিডিডিআরবি

বাংলাদেশে ডেঙ্গু প্রতিরোধে সম্ভাবনা ‘উলবাকিয়া’ মশা


প্রকাশিত:
৮ মে ২০২৫ ১০:৪৩

আপডেট:
৮ মে ২০২৫ ১৬:৫১

ছবি সংগৃহীত

ডেঙ্গু প্রতিরোধে নতুন দিগন্ত উন্মোচন করেছে আন্তর্জাতিক গবেষকদের একটি দল। তাদের গবেষণায় দেখা গেছে- উলবাকিয়া মশা ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগের বিস্তার রোধে কার্যকর ভূমিকা রাখতে পারে।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) জানিয়েছে, আন্তর্জাতিক গবেষকদের সমন্বয়ে একটি দল উলবাকিয়া সংক্রমিত এডিস ইজিপ্টি মশার সফল উৎপাদন করেছে। এই মশাগুলো ঢাকা শহরের স্থানীয় পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সক্ষম।

বিজ্ঞপ্তিতে উলবাকিয়া মশাকে ‘ভালো মশা’ আখ্যা দিয়ে বলা হয়েছে, এটি ডেঙ্গু এবং অন্যান্য মশাবাহিত রোগের বিস্তার প্রতিরোধে একটি নিরাপদ, জৈবিক পদ্ধতি হিসেবে কাজ করবে।

এ গবেষণায় অস্ট্রেলিয়ার কিউআইএমআর বার্গহোফার মেডিকেল রিসার্চ ইনস্টিটিউট, কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়, আইসিডিডিআরবি এবং যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) বিজ্ঞানীরা যুক্ত ছিলেন।

গবেষণাপত্রটি সম্প্রতি আন্তর্জাতিক বিজ্ঞান জার্নাল নেচারের সায়েন্টিফিক রিপোর্টস-এ প্রকাশিত হয়েছে।

উলবাকিয়া সংক্রমিত মশা ডেঙ্গু, চিকুনগুনিয়া এবং জিকা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সক্ষম, পাশাপাশি এটি মানুষের স্বাস্থ্য বা পরিবেশের কোনো ক্ষতি করে না।

আইসিডিডিআরবির বিজ্ঞানী ড. মোহাম্মদ শফিউল আলম জানান, মশা ছাড়ার বিষয়টি নিয়ে উদ্বেগ থাকতেই পারে, তবে এগুলো কোনোভাবেই জেনেটিক্যালি পরিবর্তিত নয়। বরং এগুলো হলো ভালো মশা। যাদের দেহে থাকে প্রাকৃতিক ব্যাকটেরিয়া।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুধু পুরুষ উলবাকিয়া মশা ছেড়ে দেওয়া হয়। এরা স্ত্রী মশার সঙ্গে মিলিত হলেও ডিম ফোটে না, ফলে মশার সংখ্যা হ্রাস পায়। এছাড়া পুরুষ ও স্ত্রী উভয় ধরনের উলবাকিয়া মশা ছাড়া হয়। উলবাকিয়া-আক্রান্ত স্ত্রী মশারা প্রজন্মান্তরে এই ব্যাকটেরিয়া বহন করে এবং আক্রান্ত বা আক্রান্ত নয় এমন পুরুষের সঙ্গে মিলিত হলেও নতুন প্রজন্ম উলবাকিয়া বহন করে। এভাবে বন্য মশার জায়গায় উলবাকিয়া মশার প্রতিস্থাপন ঘটে।

বিভিন্ন দেশে এই কৌশলগুলো ইতোমধ্যে সফলভাবে প্রয়োগ হয়েছে এবং বাংলাদেশের জন্য এটি ডেঙ্গু প্রতিরোধে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top