বুধবার, ৬ই আগস্ট ২০২৫, ২২শে শ্রাবণ ১৪৩২

Shomoy News

Sopno


ফিফার নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেল বাংলাদেশি ক্লাব


প্রকাশিত:
৬ আগস্ট ২০২৫ ১৫:০২

আপডেট:
৬ আগস্ট ২০২৫ ১৮:১২

ছবি সংগৃহীত

উজবেকিস্তানের ফুটবলারের চুক্তিকৃত অর্থ পরিশোধ করেনি ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। সেই ফুটবলারের অভিযোগের প্রেক্ষিতে ফিফা ফকিরেরপুলকে ট্রান্সফার নিষেধাজ্ঞা দিয়েছিল।

অভিযোগকৃত ফুটবলারের অর্থ পরিশোধ করায় ফিফা ফকিরেরপুলের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। আজ ফিফা থেকে ফুটবল ফেডারেশন এই সংক্রান্ত নির্দেশনা পেয়েছে।

ফকিরেরপুল ক্লাবের সাধারণ সম্পাদক আহমেদ আলী বলেন, 'আমাদের দলবদলে এখন আর কোনো বাঁধা নেই। ফিফা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। ফুটবল ফেডারেশন, আমাদের ক্লাব কর্মকর্তা সহ সকলকে ধন্যবাদ জানাই সবার সহযোগিতায় এটা সম্ভব হয়েছে।'

১৪ আগস্ট বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে দলবদলের শেষ দিন। মাত্র এক সপ্তাহ সময় থাকলেও আসন্ন মৌসুমে খেলার ব্যাপারে পুর্ণ আশাবাদী ফকিরেরপুল। 'আমাদের কয়েকজন খেলোয়াড় রয়েছে। আগামী কয়েকদিনে আরো খেলোয়াড় সংগ্রহ করব। বিদেশি খেলোয়াড়ও যোগাযোগ করছি। ফকিরেরপুল মাঠে নামবে এটা বলতে পারি', বলেন সাধারণ সম্পাদক।

উজবেক ফুটবলারের পাওনা ছিল সর্বসাকুল্যে ২৫ লাখ টাকা। সেই টাকা পরিশোধ করতে গলদঘর্ম হতে হয়েছে ক্লাব কর্তাদের। প্রিমিয়ার লিগে দল পরিচালনা করতে ন্যুনতম ৩-৪ কোটি টাকা প্রয়োজন। সেটা ফকিরেরপুল করতে পারে কিনা সেটা নিয়ে জোর সংশয় রয়েছে ফুটবলাঙ্গনে।

ফকিরেরপুলের নিষেধাজ্ঞা নিয়ে বাফুফে শঙ্কায় ছিল। প্রথমে ৪ আগস্টের মধ্যে বিষয়টি নিষ্পত্তি করতে বলেছিল। এরপর আরেক দফা সময় বাড়িয়ে ৮ আগস্ট করে। ফকিরেরপুল নিষেধাজ্ঞা প্রত্যাহারে ব্যর্থ হলে ঢাকা ওয়ান্ডারার্সকে খেলানোর পরিকল্পনা ছিল ফেডারেশনের। ফকিরেরপুলের নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ায় এখন ওয়ান্ডারার্সের প্রিমিয়ারে খেলার সুযোগ আর থাকছে না।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top