রাজউকের অভিযানে তিন ভবনের নির্মাণকাজ বন্ধ, জরিমানা
প্রকাশিত:
১৬ এপ্রিল ২০২৫ ১৮:২২
আপডেট:
২৪ এপ্রিল ২০২৫ ১১:২০

আবাসিক এলাকায় অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে নির্মাণাধীন ভবনে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৬ এপ্রিল) রাজধানীর ডেমরা এলাকায় সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পরিচালক মনির হোসেন হাওলাদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নির্মাণাধীন ৩টি ভবনের কাজ বন্ধ করা হয়। এর মধ্যে ক্ষণিকালয় নামে ১০ তলা একটি ভবনে নগদ এক লাখ ও আইয়ুব নবী এন্টারপ্রাইজ নামে একটি ভবনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে ওই দুই ভবনের দেয়ালের নকশাবহির্ভূত অংশ গুঁড়িয়ে দেওয়া হয়।
এ বিষয়ে রাজউকের অথরাইজড অফিসার জান্নাতুল মাওয়া বলেন, ভবন মালিকরা রাজউকের অনুমোদিত নকশার ব্যত্যয় করে ১০ ও ৭ তলা ভবন নির্মাণ করেছে। অভিযানকালে ভবন মালিকরা তাদের নির্মাণ অনুযায়ী যথোপযুক্ত রাজউকের প্রমাণাদি দেখাতে পারেননি।
অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনির হোসেন হাওলাদার বলেন, বিগত দিনে রাজধানীতে যত ভবন নির্মাণ হয়েছে নীতিমালা ভঙ্গ করে সেগুলোর বিষয়ে ব্যবস্থা নেবে সরকার। রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলামের নির্দেশে বর্তমানে ভবন নির্মাণে কোনো প্রকার অনিয়ম দুর্নীতি চলবে না। আমরা সরেজমিন দেখেছি ভবন নির্মাণকারীরা নিয়ম বহির্ভূতভাবে সড়কে নির্মাণ সামগ্রী রেখে মানুষের চলাচলকে বিঘ্নিত করছে। আর ভবন নির্মাণে রাজউকের কোনো প্রকার নীতিমালা তারা মানছে না। তাই আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, আমরা বর্তমানে যে অভিযান পরিচালনা করছি এতে জনগণকে সতর্ক করা হচ্ছে। যাতে তারা ভবিষ্যতে রাজউক নীতিমালা ভঙ্গ করে কোনো প্রকার কাজ না করেন। বিশেষ করে নীতিমালা ভঙ্গ করে যারা কাজ করে তারা নিজেরাই নিজেদের ক্ষতি করে। পরিমাণ মতো জায়গা না ছেড়ে কাজ করলে অভ্যন্তরীণ সড়ক অপ্রশস্ত হয়ে যায়। আর ভবনের চারপাশ খোলামেলা না রাখলে আগুন লাগাসহ অনাকাঙ্ক্ষিত যে কোনো প্রকার ঘটনায় ফায়ার সার্ভিসসহ কোনো সেবা দানকারী প্রতিষ্ঠান কাজ করতে পারে না।
অভিযানে আরও উপস্থিত ছিলেন- রাজউকের পরিচালক (জোন-৬) শামীমা মোমেন, অথরাইজড অফিসার জোন-৬/২ জান্নাতুল মাওয়া, সহকারী অথরাইজড অফিসার শাহনাজ খানম, প্রধান ইমারত পরিদর্শক নজরুল ইসলাম মনি প্রমুখ।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: