ভারতে একই পরিবারের ছয়জনকে গুলি করে হত্যা
প্রকাশিত:
৬ মে ২০২৩ ১৭:০৬
আপডেট:
১৮ আগস্ট ২০২৫ ০৩:২৩

ভারতের মধ্যপ্রদেশের একটি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে একই পরিবারের ছয় সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে। গুলিবিদ্ধ আরও দুইজন হাসপাতালে চিকিৎসাধীন।
বেশ কয়েকজন নিরস্ত্র মানুষের একটি দলকে লক্ষ্য করে গুলি ছুড়ছেন। গুলিবিদ্ধ হওয়ার আগে নিহতদের লাঠিপেটাও করা হয়।
গতকাল এই ঘটনা ঘটেছে। গ্রামের দুই বাসিন্দা ধীর সিং তোমার এবং গজেন্দ্র সিং তোমারের পরিবারের মধ্যে জমি নিয়ে বিবাদ চলছিল। ২০১৩ সালেও ময়লা ফেলা নিয়ে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ বেঁধেছিল। সেই সময় ধীর সিং তোমারের পরিবারের দুই সদস্য মারা যায়। ওই ঘটনার জেরে গজেন্দ্র সিংয়ের পরিবার গ্রাম ছেড়ে পালিয়েছিল।
এরপর আদালতের বাইরে দুই পরিবার নিজেদের মধ্যে মিটমাট করে নেয়। এরপর গতকালই গ্রামে ফিরে এসেছিল গজেন্দ্র সিং তোমারের পরিবার। এর পরই ধীর সিং তোমারের পরিবার গজেন্দ্রর পরিবারের ওপরে পূর্ব পরিকল্পিত হামলা চালায় বলে অভিযোগ।
যে ছয় জনের মৃত্যু হয়েছে তার মধ্যে গজেন্দ্র সিং এবং তার দুই ছেলে রয়েছেন। পুলিশ জানিয়েছে, পুরনো শত্রুতার জেরেই এই ঘটনা ঘটেছে। ইতোমধ্যে ৮ জন অভিযুক্তকে চিহ্নিত করেছে পুলিশ।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: