যুদ্ধবিরতি শেষে প্রথম ২ ঘণ্টার ইসরায়েলি হামলায় ১৪ ফিলিস্তিনি নিহত
প্রকাশিত:
১ ডিসেম্বর ২০২৩ ১৫:০৭
আপডেট:
৪ আগস্ট ২০২৫ ০১:৩২

যুদ্ধবিরতি শেষে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর প্রথম দুই ঘণ্টার মধ্যে ১৪ জন ফিলিস্তিনি নিহত ও বহু মানুষ আহত হয়েছেন।
শুক্রবার (০১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
গাজার হামাস নেতৃত্বাধীন স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, উপত্যকার অন্তত ১০০টি স্থানে গোলা বর্ষণ করেছে ইসরায়েলি সেনারা।
শুক্রবার ভোরের দিকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর হিলোটের বাসিন্দারা সাইরেনের শব্দে জেগে ওঠেন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, গাজা থেকে রকেট ছোড়া হয়েছিল এবং ক্ষেপণাস্ত্র সুরক্ষা ব্যবস্থার মাধ্যমে সেই রকেট আঘাত হানার আগেই তা ধ্বংস করে ফেলা হয়েছে।
এই ঘটনার পর এক তাৎক্ষণিক বিবৃতিতে গাজায় ফের অভিযান শুরুর ঘোষণা দেয় আইডিএফ।
সম্পর্কিত বিষয়:
ফিলিস্তিন
আপনার মূল্যবান মতামত দিন: