বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের তথ্যচিত্র ইউটিউবে ব্লক করল ভারত
প্রকাশিত:
১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৯:০২
আপডেট:
১৮ সেপ্টেম্বর ২০২৫ ২০:৩৭

বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানের ওপর নির্মিত একটি তথ্যচিত্র ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে ব্লক করে দিয়েছে ভারত। এটি ‘জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলা’ বিঘ্নিত করতে পারে বলে অভিযোগ করেছে মোদি সরকার।
কলকাতার-ভিত্তিক চলচ্চিত্র নির্মাতার পরিচালনায় ‘৩৬ জুলাই: রাষ্ট্র বনাম নাগরিক’ এ নামের তথ্যচিত্রটি গত ৪ আগস্ট বাংলাদেশের একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হয়, যা পরবর্তীতে ইউটিউবে প্রকাশ করা হয়।
তথ্যচিত্রটির পরিচালক সৌমিত্র দস্তিদার বলেছেন, ‘যখন ইউটিউবে ভিডিওটি প্রকাশ করা হয়। তখন একটি গানের কপিরাইট নিয়ে ঝামেলা হয়, যা আমি ব্যবহার করেছি। কিন্তু সেপ্টেম্বরে সেই সমস্যাটি সমাধান হয়ে যায়। এটি বাংলাদেশের সবাই দেখতে পাচ্ছিলেন। বাংলাদেশ থেকে আমার বন্ধু আমাকে প্রামাণ্যচিত্রটির লিংক দেন, যেন ভারতে আমি এটি দেখতে পারি। যখন আমি কনটেন্টটিকে ক্লিক করি তখন দেখতে পাই ভারতে এটি ব্লক করা হয়েছে।’
তিনি জানান, ওই তথ্যচিত্রে বদরুদ্দিন ওমর, তাসনিম খলিল, অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ, তাজউদ্দিনের মেয়ে শারমীন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা মেঘমল্লার বসু এবং উমামা ফাতেমার সাক্ষাৎকার ছিল। এর চিত্রনাট্য ও গবেষণা করেছেন শাহেদ শুভ। ক্যামেরায় ছিলেন লুতফুর রহমান।
সৌমিত্র বলেন, ‘আমি সচেতন ছিলাম যে আমার তথ্যচিত্রের বিষয়বস্তু স্পর্শকাতর। তবে যারা ঘটনা প্রত্যক্ষ করেছেন তাদের অধিকার আছে তারা যা দেখেছেন এবং বিশ্বাস করেছেন তা প্রকাশ করার। একজন তথ্যচিত্র নির্মাতা হিসেবে, আমারও আমার ছবিতে সেই বিষয়বস্তু বজায় রাখার অধিকার আছে। আমি এমন কিছু তৈরি করিনি, যা আমাদের জাতীয় নিরাপত্তার সঙ্গে আপোষ করে।’
তিনি আরও বলেছেন, যেখানে ভারতে ‘বেঙ্গল ফাইলসের’ মতো বিতর্কিত ছবি নিরাপত্তা দিয়ে প্রদর্শন করা হচ্ছে সেখানে তার তথ্য চিত্র ব্লক করার সরকারের এই পদক্ষেপ তাকে হতাশ করেছে।
সুত্র: টাইমস অব ইন্ডিয়া
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: