শনিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৫, ৫ই আশ্বিন ১৪৩২

Shomoy News

Sopno


নিজস্ব ঘাটতি পুরণে ইউরোপে কিছু অস্ত্র বিক্রি বন্ধ করবে যুক্তরাষ্ট্র


প্রকাশিত:
২০ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৫৭

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৫ ২০:২৬

ছবি : সংগৃহীত

নিজস্ব ঘাটতি পূরণের জন্য ইউরোপীয় দেশগুলোতে নির্দিষ্ট ধরণের অস্ত্র সরবরাহ স্থগিত করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সরকারি সূত্রের বরাতের এ তথ্য জানিয়েছে মার্কিন ম্যাগাজিন দ্য আটলান্টিক।

প্রতিবেদনে বলা হয়, চলতি মাসের শুরুতে মার্কিন উপ-প্রতিরক্ষামন্ত্রী এলব্রিজ কলবি পররাষ্ট্র দফতরকে বলেছিলেন, তিনি বিদেশে নির্দিষ্ট সামরিক সরঞ্জাম সরবরাহের কোনো প্রয়োজন দেখেন না। বিশেষ করে তিনি ডেনমার্কের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রি করার অনুমোদন দেননি কারণ, যুক্তরাষ্ট্রের কাছেই পর্যাপ্ত পরিমাণে প্যাট্রিয়টের মজুদ নেই।

আটলান্টিকের সূত্র নিশ্চিত করেছে, পেন্টাগন ‘দুর্লভ’ অস্ত্র ব্যবস্থার একটি তালিকা তৈরি করেছে এবং ইউরোপীয় মিত্রদের কাছে সেগুলো বিক্রি বন্ধ করার পরিকল্পনা করেছে। তবে নিষেধাজ্ঞার সময়সীমা এবং তালিকায় থাকা অস্ত্রগুলোর সংখ্যা প্রকাশ করা হয়নি।

প্রসঙ্গত, এটিই প্রথমবার নয় যে, ওয়াশিংটন বিদেশের কাছে অস্ত্র বিক্রি কমিয়েছে। এর আগেও এই ধরনের পদক্ষেপ নিয়েছিল মার্কিন সরকার।

গত ২ জুলাই দ্য নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছিল, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্টর, জিএমএলআরএস প্রিসিশন-গাইডেড গোলাবারুদ, হেলফায়ার গাইডেড মিসাইল, স্টিংগার পোর্টেবল মিসাইল সিস্টেম এবং আরও বেশ কয়েকটি অস্ত্র সরবরাহ স্থগিত করবে।

এরপর দিনই ৩ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ওয়াশিংটন কিয়েভকে সামরিক সহায়তা প্রদান অব্যাহত রাখবে শুধুমাত্র এই ধারণার ভিত্তিতে যে যুক্তরাষ্ট্রের নিজস্ব অস্ত্রের মজুদ যথাযথ আছে।

সূত্র: তাস


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top