মঙ্গলবার, ৫ই আগস্ট ২০২৫, ২০শে শ্রাবণ ১৪৩২

Shomoy News

Sopno


বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১৭


প্রকাশিত:
৯ জুন ২০২১ ১৬:০৯

আপডেট:
৫ আগস্ট ২০২৫ ০১:৫০

ছবি: সংগৃহীত

ভারতের কানপুরে যাত্রীবাহী মিনিবাস এবং অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১৭ জন নিহত এবং আরও ৩০ জন আহত হয়েছেন।

উত্তরপ্রদেশের কানপুরের কাছে সাচেন্দিতে মঙ্গলবার (০৮ জুন) রাতে ওই দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

আহতদের প্রথমে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল লালা রাজপথ রাই হাসপাতালে। এদের মধ্যে গুরুতর আহত কয়েকজনকে কানপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

কানপুরের আইজি মোহিত আগরওয়াল বলেন, ‘সাচেন্দির কাছে কিসাননগর এলাকাতে একটি টেম্পোর সঙ্গে মিনিবাসের সংঘর্ষ হয়। দ্রুতগতিতে আসা বাসটি ধাক্কা মারে টেম্পোতে। এর জেরে দুটি গাড়িই উল্টে যায়।

বাসটি লখনৌ থেকে দিল্লি যাচ্ছিল এবং টেম্পোতে ছিলেন স্থানীয় একটি কারখানার শ্রমিকরা।

দুর্ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আহতদের সাহায্যের আশ্বাসও দিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও নিহতের পরিবার পিছু দুই লাখ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন। নিহতদের পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top