পাকিস্তানে কেমিক্যাল ফ্যাক্টরিতে আগুন, নিহত ১৬
প্রকাশিত:
২৮ আগস্ট ২০২১ ০১:২৬
আপডেট:
৩ আগস্ট ২০২৫ ১২:৩৯

পাকিস্তানের করাচির একটি কেমিক্যাল ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। এতে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আজ শুক্রবার করাচি শহরের পশ্চিম অংশে একটি বহুতল রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর মধ্য দিয়ে দেশটিতে শিল্প প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠল।
স্থানীয় পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগুন লাগার সময় কারখান অধিকাংশ জানালাই বন্ধ ছিল। কিছু শ্রমিক সেখানেই আটকা পড়ে মারা যান। করাচির পশ্চিমাঞ্চল পুলিশের সহকারী ইন্সপেক্টর সাকিব ইসমাইল মেনম বলেন, আগুনে অন্তত ১৬ জন মারা গেছেন।
ফায়ার সার্ভিস কর্মকর্তা মুবিন আহমেদ বলেন, কারখানাটিতে প্রবেশের একটিমাত্র পথ রয়েছে এবং সেটি দিয়েই সবাই বেরও হন। আগুন লাগার সময় ছাদে উঠার দরজাও বন্ধ ছিল। ফলে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।
সূত্র: আলজাজিরা।
সম্পর্কিত বিষয়:
পাকিস্তান
আপনার মূল্যবান মতামত দিন: