এবার কাবুল বিমানবন্দরের ভেতরে রকেট হামলা
প্রকাশিত:
৩০ আগস্ট ২০২১ ১৭:৩০
আপডেট:
৫ আগস্ট ২০২৫ ০৬:২২

সোমবার (৩০ আগষ্ট) সকালে আফগানিস্তানের কাবুল হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে পাঁচটি রকেট হামলা করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একজন কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যম সিএনএন এ খবর দিয়েছে।
কাবুল বিমানবন্দরের ভেতরে মার্কিন সামরিক বাহিনীর লোকজনের নিরাপত্তায় সি-আরএএম ডিফেন্স সিস্টেম ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। ফলে সোমবার সকালে ছোঁড়া রকেটগুলো সি-আরএমে ধরা পড়ে।
আজকের রকেট হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আফগানিস্তানের সংবাদমাধ্যমগুলোতে সোমবার সকালে কয়েকবার বিস্ফোরণের খবর প্রকাশ করা হয়। এদিন সকালে স্থানীয়রা বিস্ফোরণের শব্দ শুনতে পান।
গতকাল রোববার কাবুল বিমানবন্দরের কাছে একটি বাড়িতে রকেট হামলা চালানো হয়।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: