আফগানিস্তানে বন্ধ হচ্ছে নারীদের ড্রাইভিং প্রশিক্ষণকেন্দ্র
প্রকাশিত:
২৭ সেপ্টেম্বর ২০২১ ১৬:৫১
আপডেট:
৫ আগস্ট ২০২৫ ০৮:২৫

১৫ আগস্ট তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা নেয়ার পর থেকে দেশটিতে চালু করা হচ্ছে একের পর এক নতুন নিয়ম। নারীদের জন্য সব করছে সীমিত।
তবে আফগানিস্তানের বর্তমান শাসকগোষ্ঠী তালেবান বলছে, তারা ইসলামি শরিয়ত অনুযায়ী নারীদের কাজ ও শিক্ষা অর্জনের অনুমতি দেবে।
তালেবানের সাংস্কৃতিক কমিশনের সদস্য সৈয়দ খোস্তি বলেন, ইসলামিক কাঠামোর ওপর ভিত্তি করে নারীরা যে কোনো জায়গায় কাজ করতে পারবেন।
কিন্তু নতুন খবর হচ্ছে-আফগানিস্তানের রাজধানী কাবুলে এক বছর আগে নারীদের জন্য চালু হওয়া একটি ড্রাইভিং প্রশিক্ষণকেন্দ্র বন্ধ হয়ে যাচ্ছে। প্রশিক্ষণকেন্দ্রটি বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন নারী উদ্যোক্তা নীলাভ। খবর-টোলো নিউজ।
উদ্যোক্তা নীলাভ জানান, ৩০-এর বেশি নারীর আগ্রহ থাকলেও গত এক মাসে কেউই ড্রাইভিং শেখার জন্য প্রশিক্ষণকেন্দ্রে আসেননি।
তিনি আরও বলেন, ‘আমি অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি হয়েছি’, যোগ করেন এই উদ্যোক্তা।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: