নাইজেরিয়ায় নির্মাণাধীন ২২তলা ভবন ধসে নিহত ৩
প্রকাশিত:
২ নভেম্বর ২০২১ ২১:০১
আপডেট:
২৫ এপ্রিল ২০২৫ ০৪:২৪

নাইজেরিয়ার বৃহত্তম শহর লাগোস শহরের অভিজাত ইকোয়ি এলাকায় নির্মাণাধীন একটি ২২তলা ভবন ধসে কমপক্ষে ৩জন প্রাণ হারিয়েছেন। খবর-বিবিসি।
ধসে পড়া ভবনটির ভেতরে কতজন মানুষ আটকে আছেন বা দুর্ঘটনার কারণও তাৎক্ষণিকভাবে এই জানা যায়নি।
জানা গেছে, একটি খননযন্ত্র নিয়ে উদ্ধারকারীরা ও স্থানীয়দের ধ্বংসস্তূপ খুঁজতে দেখা গেছে। শেষ খবর পর্যন্ত ৩ জন জীবিত উদ্ধার করতে পেরেছেন ।
এর আগে, ঘটনাস্থল থেকে পাওয়া কিছু ছবিতে ধ্বংসাবশেষের বিশাল স্তুপের কাছে ভিড় দেখা গেছে।
এরিক তেতেহ নামের এক নির্মান শ্রমিক জানান, তার দলের অন্যরা একটি এক্সাভেটর (খনন যন্ত্র) আসার অপেক্ষায় ছিলেন। এসময় হঠাৎ করে ভবনটি ভেঙ্গে পড়ে।
আপনার মূল্যবান মতামত দিন: