শুক্রবার, ২৫শে এপ্রিল ২০২৫, ১২ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আলতাফ

আওয়ামী লীগের আমলে ৮০০ বার আদালতে হাজিরা দিয়েছি


প্রকাশিত:
২৭ অক্টোবর ২০২৪ ১৩:০৮

আপডেট:
২৫ এপ্রিল ২০২৫ ১৭:০৪

ছবি সংগ্রহীত

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে ১৬ বছরের মধ্যে ৮০০ বার আদালতে হাজিরা দিয়েছেন বলে জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস প্রেসিডেন্ট ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।

রোববার (২৭ অক্টোবর) কোর্ট রিপোর্টার্স ইউনিটিতে (সিআরইউ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আলতাফ হোসেন বলেন, আমার বিরুদ্ধে কত মামলা আছে সেটা নিজেও জানি না। বিগত সরকার আমলে গ্রেপ্তার হওয়ায় আদালত যাওয়া ছিলো দৈনন্দিনকার ঘটনা৷ কারাগারে গিয়েছি বহুবার। একবার একটনা আটক ছিলাম ১৮ মাস, পরে ছিলাম ৫ মাস। কারাগারে যাওয়ার অনেক স্মৃতি এখনো মাথায় রয়েছে। তবে সবকটি মামলা ছিল ভুয়া, মিথ্যা।

তিনি বলেন, বিগত সরকার ছিল প্রতিহিংসা পরায়ণ। তারা যে অন্যায় করেছে, মানবিকতার কারণে সেটা আমরা তাদের ওপর করতে চাই না। আইনগতভাবে তাদের বিচার হোক সেটায় চাই। তারা প্রতিটা প্রতিষ্ঠান মাথা থেকে গোড়া পর্যন্ত পচিয়ে ফেলেছিল৷ ঘুষ, দুর্নীতি যে অপরাধ তারা ভুলেই গিয়েছিল।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top